বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুর সহ আহত সকল নেতাকর্মীদের জন্য দোয়া ও মোনাজাত আয়োজন করা হয়।
বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং গণঅধিকার পরিষদের সম্মানিত সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুর সহ আহত সকল নেতাকর্মীদের জন্য দোআ ও মোনাজাত আয়োজন করা হয়।
১২ সেপ্টেম্বর শুক্রবার নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে চট্টগ্রাম মহানগর সভাপতি মৃধা মুহাম্মদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার আরিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রধান অথিতি জিওপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন বলেন, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ গণঅধিকার পরিষদের একটি বুদ্ধিভিত্তিক ইউনিট যা বিভিন্ন পেশাজীবীদের পেশাগত অধিকার নিয়ে কাজ করে এবং পেশাজীবীদের অধিকার আদায়ের জন্য রাজনৈতিক প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন।
প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা জিওপি আহবায়ক ডাঃ এমদাদুল হাসান বলেন, সাধারণ জনগণের ধারণা রাজনীতি হল একটি নির্দিষ্ট শ্রেণির কর্মকাণ্ড, প্রকৃতপক্ষে গণতান্ত্রিক দেশে বিভিন্ন পেশার লোক রাজনীতি করতে পারে। পেশাজীবী অধিকার পরিষদ একটি উদাহরণ।
আলোচনা শেষে কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা মনিরুল ইসলাম বিপিআরসি গণঅধিকার পরিষদের সম্মানিত সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুর সহ আহত সকল নেতা-কর্মীর জন্য দোআ ও মোনাজাত করেন।
এতে উপস্থিত ছিলেন জিওপি চট্টগ্রাম মহানগর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউচুপ, বিপিআরসি চট্টগ্রাম দক্ষিণ জেলার সমন্বয়ক মহিউদ্দীন কাদের, চট্টগ্রাম মহানগর যুব অধিকার সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার, সাংগঠনিক সম্পাদক শামীম, লুৎফর হায়দার, চট্টগ্রাম মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক ওসমান গণি, ছাত্র অধিকার পরিষদের সিঃ সহ সভাপতি আবু রায়হান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ, চট্টগ্রাম মহানগর পেশাজীবী অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বপ্নীল, মামুন আকন, মোহাম্মদ জসীম, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ রহমান, আবুল কালাম আজাদ, এস এম মামুন সহ চট্টগ্রাম উত্তর দক্ষিণ পেশাজীবী, মহানগর, গণ, যুব, ছাত্র,শ্রমিক ইউনিটের অসংখ্য নেতৃবৃন্দ।
Leave a Reply