1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৫ মে ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিশারী ব্লাড বন্ড: রক্তদানের জন্য নতুন স্বপ্নযাত্রা। মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। উপদেষ্টা পরিষদের বিবৃতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫ টি পশুর হাটের মধ্যে ৪ টি’ই ইজারা পেয়েছেন বিএনপি নেতাকর্মীরা আনোয়ার উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সভাপতি নির্বাচন প্রসঙ্গে সাবেক ছাত্র ছাত্রী, জনমনে নানা প্রশ্ন! গোলটেবিল বৈঠকে বক্তাদের অভিমত: শিশুদের সঠিক পথে রাখার প্রধান প্রতিষ্ঠান হলো পরিবার রাজনীতিক নতুন ট্রেন্ড:: তারুণ্যের সেমিনার, বক্তৃতা ট্রেনিং প্রসঙ্গে। পতেঙ্গা সৈকতে ঢাকাইয়া আকবর নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ, সন্দেহে ছোট সাজ্জাদের বাহিনী রাঙ্গামাটির বাঘাইছড়িতে রহমত উল্লাহ খাঁজা’র পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা প্রদান। সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়নের প্রতিনিধি সমাবেশ

গোলটেবিল বৈঠকে বক্তাদের অভিমত: শিশুদের সঠিক পথে রাখার প্রধান প্রতিষ্ঠান হলো পরিবার

  • সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪৪ পঠিত

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে ‘উন্নত বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষাপটে শিশুদের শিক্ষা স্বাস্থ্য এবং নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে পারিবারিক সচেতনতা’ শীর্ষক গোলটেবিল বৈঠক আজ ২৪ মে শনিবার সকাল ১১টায় হোটেল এশিয়ান এসআর’র কনফারেন্স রুমে দৈনিক চাটগাঁর চোখ সম্পাদক এ কে এম জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের ব্যুরো চীফ জাহিদুল করিম কচি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশ্যাল ম্যাজিস্ট্রাট মোঃ শোয়েব উদ্দিন খান, চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, ব্যারিস্টার সওদাতুল আনোয়ার খান, প্রিমিয়ার ইউনির্ভাসিটির রেজিষ্ট্রার ও গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির, অপর্নাচরণ সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ আবু তালেব বেলাল, নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান জাহাঙ্গীর, চিটাগং এক্স শাহীন এসোসিয়েশনের প্রেসিডেন্ট এড. এনামুল হক, সিআরএস টিভির চেয়ারম্যান সেলিম নুর।

দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শাহনাজ ইসলাম, লায়ন নুর আক্তার জাহান, এড. রোকসানা আকতার, হাসান মুরাদ চৌধুরী মামুন, মোঃ ফজলুল হক চৌধুরী বাপ্পী, নেছার আহমদ খান, মোঃ রুবেল মাহমুদ, ডা. আর কে রুবেল, মোঃ এমরান, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, হাসনা জান্নাত মিকাত, খালেদা আক্তার চৌধুরী, মোর্শেদ আলম, সালমা বেগম, নীলিমা বড়–য়া। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা শাহ ফাইজুল করিম চৌধুরী বদরি।

বক্তারা বলেন, পারিবারিক বন্ধন শিশুদের বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সহায়তা করে। শিশুদের চাওয়াকে গুরুত্ব দেয়ার পাশাপাশি তাদের বোঝাতে হবে ধৈর্যের সাথে।প্রযুক্তিতে আসক্ত না হয়ে তারা যেন ভালো দিকগুলো গ্রহণ করে তাদের মানসি দিক থেকে সেভাবে প্রস্তুত করতে হবে।শিশু ধর্ষণ,খুন নির্যাতনে থাকে কিছু সংখ্যক দুষ্কৃতিকারি।একমাত্র কঠিন শাস্তিই তাদের রুখতে পারে।শাসন ও স্নেহে শিশুদের গড়ে তুলতে হবে। শিশুরা বিপথে গিয়ে হারিয়ে যাবেনা,সুপথে থেকে সমুজ্জ্বল হবে।আর বড়দের বিশেষ করে পরিবার,রাস্ট্র ও সমজকে তাদের বেড়ে ওঠার উপযোগী পরিবেশ সৃষ্টি করে দিতে হবে।শিশুদের জন্যই গড়তে হবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম।

সোশ্যাল মিডিয়া নয়, ইতিবাচক ভূমিকা রাখতে হবে সংবাদ মাধ্যমকে।আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকেও হতে হবে দায়িত্ব সচেতন।গোল টেবিল বৈঠকের সুপারিশমালা জনসচেতনতা সৃস্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট