“চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্রফোরামের আংশিক কমিটি গঠন” ফয়সাল উদ্দিনকে সভাপতি এবং হাফিজ উল্লাহকে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন করা হয়।
এ কমিটির অনুমোদন করেছেন উক্ত ফোরামের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক শফিকুর রহমান।
উখিয়া-টেকনাফের চট্টগ্রামে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী শিক্ষার্থীদের নিয়ে এই ফোরাম গঠিত হয়েছে।
নবগঠিত চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সভাপতি ফয়সাল উদ্দিন বলেন, ‘গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায়,জাতীয়তাবাদী তরুণদের নিয়ে রাজপথে থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার জন্য শতভাগ প্রস্তুত আছি।’
সাধারণ সম্পাদক হাফিজ উল্লাহ বলেন, ‘পরীক্ষিত কর্মীদের দিয়েই চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের কমিটি গঠন করা হয়েছে।’
Leave a Reply