1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিখোঁজ সংবাদ  চট্টগ্রামের বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণ, আহত ৭ আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় ধাপে কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ। রেজিস্ট্রি ছাড়া সংসার প্রতারণার মামলা প্রস্তুত; ইপিজেডে নারী নিপীড়ন নিরাপদ পরিবেশ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়— হাসান আজহারী শোষণ নয়, অধিকার চাই: শ্রমিকের ন্যায্য প্রাপ্য আদায়ের দাবি —মুহাম্মদ হামিদুল ইসলাম মা এ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ – আলমগীর আলম চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন পাথরঘাটা ঐক্য পরিষদের উদ্যোগে ৩টি স্কুলে ছাত্র/ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ লাইসেন্স ছাড়াই মুদি দোকানে ওষুধ বিক্রি: ঝুঁকিতে শোভনদন্ডি–হিলোচিয়া ও মহাজন হাট এলাকার সাধারণ মানুষ”

চট্টগ্রামের বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণ, আহত ৭

  • সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৭ পঠিত

 

মোঃ কায়সার চট্টগ্রাম

চট্টগ্রামের মীরসরাইয়ে বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণের ঘটনায় সাতজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল আনুমানিক ৫টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম কারখানার স্টিল-২ সেকশনে এ ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা হলেন—আব্দুল হামিদ (২৮), ইসমাইল (৪০), ফয়সাল (২৯), সাকিব (১৯), শহিদুল (২৬), সাইফা (১৯) ও আরমান (২৯)। তাদের মধ্যে আব্দুল হামিদের শ্বাসকষ্ট গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।
শ্রমিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, স্টিল মিল-২ সেকশনে কাজ চলাকালে হঠাৎ ময়লার স্লাগ বিস্ফোরিত হলে অতিরিক্ত ডাস্ট ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকদের চোখে-মুখে ময়লা ঢুকে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ছয়জনকে ছেড়ে দেওয়া হয়।
আহত শ্রমিকদের সহকর্মী সাইদুর ও শিপন জানান, বিকেলের শিফটে কাজ করার সময় হঠাৎ স্লাগ বিস্ফোরণের ফলে ডাস্ট ছড়িয়ে পড়ে। এতে সাতজন শ্রমিক শ্বাসকষ্টে আক্রান্ত হন।
এ বিষয়ে সোনাপাহাড় বিএসআরএম কারখানার প্রশাসনিক ম্যানেজার দেলোয়ার হোসেন মোল্লা বলেন, কারখানার দুই নম্বর গেট এলাকায় একটি ময়লার স্লাগে সামান্য আগুন ধরেছিল। বড় ধরনের কোনো বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটেনি। কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবায়ের হোসেন তারেক বলেন, চোখে-মুখে ময়লা ঢুকে যাওয়ায় একজন শ্রমিকের অ্যাজমাজনিত সমস্যা দেখা দেয়। তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস জানান, খবর পেয়ে তাদের ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও এর আগেই কারখানার নিজস্ব অগ্নিনির্বাপন ও উদ্ধার টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট