মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।
‘আঙুলের ছোঁয়ায় সুর মূর্ছনা’য় বিমুগ্ধ চট্টগ্রাম। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী আন্তর্জাতিক মানের যন্ত্রসংগীত উৎসব ‘জাতীয় নবযাত্রা টিউন ফেস্ট–২৫’। “আঙুলের ছোঁয়ায় সুর মূর্ছনা” শীর্ষক এ আয়োজন ছিল নবযাত্রা’র চতুর্থ বর্ষপূর্তি উৎসবের অংশ।
শনিবার ও রবিবার বিকালে অনুষ্ঠিত উৎসবের সভাপতিত্ব করেন কবি, গিটারিস্ট ও অধ্যাপক দুর্জয় পাল। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আদালত ভবনের সিনিয়র বিচারক জান্নাতুল ফেরদৌস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. ফরিদ উদ্দিন ফারুক, বিশেষ অতিথি ছিলেন সিআরএস টিভির চেয়ারম্যান সেলিম নূর।
উদ্বোধনী দিনে প্রবীণ গিটারিস্ট ওস্তাদ শ্যামল মিত্র কেক কেটে উৎসবের উদ্বোধন করেন। চার পর্বে সাজানো এ আয়োজনে দেশ-বিদেশের শিল্পীদের অংশগ্রহণে সুরের মূর্ছনায় মুখর হয়ে ওঠে টিআইসি অডিটোরিয়াম।
দ্বিতীয় পর্বে সমাজ ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন গুণীজনকে ‘নবযাত্রা পদক–২০২৫’ প্রদান করা হয়, স্বাস্থ্যসেবায়: ডা. রজত কুমার বিশ্বাস, সঙ্গীতে: উস্তাদ বাবুল কান্তি দে, সমাজসেবায়: শিল্পী রিয়াজ ওয়ায়েজ
তৃতীয় পর্বে নবযাত্রার শিল্পীদের পরিবেশনায় হাওয়াইয়ান গিটারে পরিবেশন করেন ডা. দীপন বৈদ্য, ডা. সুজিৎ কুমার বিশ্বাস, ডা. নওশাদ খান, রাজীব চৌধুরী ও দুর্জয় পাল। দর্শকদের অনুরোধে গান পরিবেশন করেন রিয়াজ ওয়ায়েজ।
চতুর্থ পর্বে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা হাওয়াইয়ান গিটার পরিবেশন করেন—ঢাকা, পাবনা, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, চাঁদপুর ও ফরিদপুরের শিল্পীরা এ সময় অংশ নেন।
প্রধান অতিথি বলেন, “শুধুমাত্র যন্ত্রসঙ্গীত নিয়ে নবযাত্রার এমন আয়োজন একটি মাইলফলক হয়ে থাকবে।”
প্রধান আলোচক বলেন, “আঙুলের ছোঁয়ায় সুরের অনুরণন মনে দোলা দেয়—নবযাত্রা আরও দূর এগিয়ে যাক।”
সভাপতি দুর্জয় পাল বলেন, “বাদ্যযন্ত্রের জনপ্রিয়তা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যেই নবযাত্রা কাজ করছে।”
উৎসবে এস্রাজে মদন মোহন ঘোষ, বাঁশিতে রাসেল দত্ত, তবলায় আদৃত চৌধুরী, প্রান্ত দাশ ও তীর্থ বড়ুয়া পরিবেশনা করেন। গিটার বাদনে নৃত্য পরিবেশন করেন রিয়া দাশ চায়নার নির্দেশনায় স্বস্তিকা মজুমদার, ফুল মজুমদার, শ্রেয়া বনিকসহ আরও অনেকে।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন দেবাশিস রুদ্র, লাবণ্য মুৎসুদ্দী ও সিমলা চৌধুরী। যন্ত্রানুসঙ্গে ছিলেন রাজীব নন্দী (তবলা), সৈকত নন্দী (কিবোর্ড), রতন মজুমদার (অক্টোপ্যাড) ও এস. এম. শাহাজাহান (বেইস গিটার)। ভিডিও ও স্থিরচিত্রে ছিল অরিভিউ মাল্টিমিডিয়া, মিডিয়া পার্টনার মাসিক নবযাত্রা ও সিআরএস টিভি।
দুইদিনব্যাপী এ উৎসবের সার্বিক পরিচালনায় ছিলেন দুর্জয় পাল। মধুর সুরমূর্ছনায় বিমুগ্ধ ছিলেন উপস্থিত দর্শকবৃন্দ।
Leave a Reply