চাটগাইয়্যা নওজোয়ান আয়োজিত বাংলাদেশ বেতার ও টেলিভিশনে তালিকা ভুক্ত সদস্য শিল্পী ও এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ২৫ আগস্ট (সোমবার) সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী গ্যালারি হলে চাটগাইয়্যা নওজোয়ানের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে ও প্রবীর পাল ও মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন, চাটগাইয়্যা নওজোয়ানের সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রফেসর মোহীত উল আলম। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীড অ্যাপারেলস লিমিটেড এর চেয়ারম্যান ও সংগীত শিল্পী রিয়াজ ওয়ায়েজ, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মোহাম্মদ আয়াজ মাবুদ, সোলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আলী, এডভোকেট রেহানা বেগম রানু, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক জাফর ইকবাল, জসীমউদ্দীন চৌধুরী সহ অনেকে। উক্ত অনুষ্ঠানে রেডিও ও টেলিভিশনে তালিকাভূক্ত শিল্পীদের মনমুগ্ধকর সংগীত পরিবেশনার শেষ দিকে সংগঠনের দুইজন সদস্য আনোয়ার হায়দার রাজিন ও সহিদুল হক চৌধুরী জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
Leave a Reply