ভ্রাম্যমাণ প্রতিনিধি।
দেশের অন্যতম স্বেচ্ছাসেবী ও যুব সংগঠন দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর একটি অঙ্গ সংগঠন হিসেবে “দিশারী ব্লাড বন্ড” আত্মপ্রকাশ করেছে। গত ২৩ মে ২০২৫ ইংরেজি তারিখে আনোয়ার প্লাজার তৃতীয় তলায় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই রক্তদাতা সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর সম্মানিত চেয়ারম্যান এবং অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়ন মোঃ মনির খান।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ:
মোহাম্মদ জিয়াউল হক আরিফ, মোঃ শাহাদাত হোসেন সালেহীন, মোঃ মহিদুল আলম আবির, মোহাম্মদ ফরহাদ হোসেন রিফাত, মোহাম্মদ সরোয়ার উদ্দিন আনসারী, মোহাম্মদ ইকবাল হোসেন ইমন, মোঃ মোক্তার হোসেন সাইমন ও মোহাম্মদ আব্দুল হালিম।
ভার্চুয়ালি যুক্ত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ ইলাহি আরাফাত, সহ-সভাপতি (প্রকল্প) মোঃ নাজিমুজ্জামান রাশেদ, মোঃ শাহিন পারভেজ ও মোহাম্মদ সোহেল উদ্দিন।
২০০২ সালে প্রতিষ্ঠিত দিশারী ফাউন্ডেশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে সমাজসেবা, মানবিকতা, সাংস্কৃতিক কার্যক্রম ও যুব উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। ২০১৮ সালে ‘দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ’ নামে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং ২০২০ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন পাইলট প্রকল্পের আওতায় দেশের প্রথম অনলাইন যুব সংগঠন হিসেবে নিবন্ধিত হয়।
“দিশারী ব্লাড বন্ড” সংগঠনটির মূল লক্ষ্য হলো রক্তদানে উৎসাহ প্রদান, মুমূর্ষু রোগীদের জন্য জরুরি রক্ত সংগ্রহ এবং স্বেচ্ছায় রক্তদাতা তৈরির মাধ্যমে একটি মানবিক নেটওয়ার্ক গড়ে তোলা। নতুন গঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন: প্রধান সমন্বয়কারী: লায়ন মোহাম্মদ নুর খান
সভাপতি: মোঃ শাহাদাত হোসেন সালেহীন, জাগ্রত তরুণ যুব ফাউন্ডেশনের সভাপতি ও দিশারী চট্টগ্রাম মহানগর সমন্বয়ক সহ-সভাপতি: মোঃ মহিদুল আলম আবির। সাধারণ সম্পাদক: মোহাম্মদ ইকবাল হোসেন ইমন, দিশারী যুব ফাউন্ডেশনের আজীবন সদস্য। সমন্বয়ক: কাউসার হাসান রিয়া ও মোঃ মোক্তার হোসেন সাইমন। চেয়ারম্যান এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন,
“দিশারী ব্লাড বন্ড যেটার বাংলা অর্থ দ্বারাই দিশারী রক্ত বন্ধন। এই সংগঠন রক্তদানের মাধ্যমে দেশের মানুষের সেবায় নিবেদিত একটি ব্যতিক্রমী উদ্যোগ। আমরা বিশ্বাস করি, এই সংগঠনটি স্বেচ্ছাসেবীদের আন্তরিক প্রচেষ্টায় মানুষের পাশে দাঁড়াতে পারবে।”
অনুষ্ঠান শেষে আগামী দিনের কার্যক্রম এবং বিভিন্ন জেলায় ব্লাড বন্ড ইউনিট গঠনের পরিকল্পনা গ্রহণ করা হয়।
Leave a Reply