
মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে আজ উপজেলার নারী উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেলেন সফল নারী উদ্যোক্তা ও তাজ বিউটি পার্লারের স্বত্বাধিকারী মোছাম্মদ বিলকিস সুলতানা।
সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘র্যালি, আলোচনা সভা ও আদর্শ নারী পুরস্কার ২০২৫’–শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিলকিস সুলতানার হাতে সম্মাননা স্মারক তুলে দেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, খাদ্য কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও সৌন্দর্যচর্চা খাতে দক্ষতা উন্নয়নে বিলকিস সুলতানার ভূমিকা প্রশংসনীয়। তাঁর উদ্যোক্তা যাত্রা অন্যান্য নারীকে অনুপ্রাণিত করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
সম্মাননা গ্রহণ শেষে বিলকিস সুলতানা বলেন, “নারীদের এগিয়ে যেতে পরিবারের সমর্থন ও সমাজের ইতিবাচক মনোভাব অত্যন্ত জরুরি। এই স্বীকৃতি আমাকে আরও উদ্যম ও দায়িত্ব নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
নারী উদ্যোক্তাদের স্বনির্ভরতা ও ক্ষমতায়নে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার জন্য উপস্থিত সকলই প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply