1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৩ মে ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাঘাইছড়িতে শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব বান্দরবান, রংপুর,তিস্তা,বেগম রোকেয়ার যৌথ আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত। পটিয়ায় বিভিন্ন মাদ্রাসার এতিম কুরআন হাফেজ ছাত্রদের “মনের ইচ্ছে পূরণ” অনুষ্ঠান সম্পন্ন অনেক মেগা প্রকল্পে অপচয় হয়, পর্যটন নিয়ে ভাবা হয়না: চট্টগ্রামে বিটিবির প্রোগ্রামের অভিমত পটিয়ার ঐতিহ্যবাহী হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণ মিলনী অনুষ্ঠান আগামী ১০ জুন আওয়ামী লীগ এর নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ব্যাচ ৯৪ বিডির আয়োজনে ফ্রেন্ড ফেস্টিভ্যাল ২০২৫। মেহনতি মানুষের পাশে নয়, লুটপাটে ব্যস্ত ছিল আওয়ামী লীগ” — মোস্তাক খান রাঙামাটি পাবলিক কলেজের জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আবারও বাংলাদেশি আহত

প্রবাসী ছেলের বৌকে অপহরণ, শশুরের মামলা।

  • সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩২৭ পঠিত

ইসমাইল ইমন,চট্টগ্রামঃ

রাউজান উপজেলার গুজরা সুদর্শন মাষ্টার বাড়ীর প্রবাসী রানা বড়ুয়ার স্ত্রী অপহরণের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে । মঙ্গলবার (২ নভেম্বর)
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ মামলাটি করেন প্রবাসী রানা বড়ুয়ার পিতা সুদত্ত বড়ুয়া। মামলায় আসামি করা হয়েছে, একই উপজেলার বাগােয়ান বড়ুয়া পাড়ার বাগােয়ান বড়ুয়া পাড়ার বঠন বড়ুয়ার ছেলে নিশান বড়ুয়া (২৪) ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী সুদত্ত বড়ুয়ার একমাত্র পুত্র রানা বড়ুয়ার সঙ্গে গত ২০১৯ সালের ২৪ মে ধর্মীয় বিধান মতে রবি কান্তি বড়ুয়ার কন্যা ঐশী বড়ুয়ার সঙ্গে বিবাহ কার্য সম্পন্ন হয়। বিয়ের সময় ঐশী বড়ুয়াকে ১০ ভরি স্বর্ণালংকার এবং কন্যা সাজানাে জন্য পাঁচ লক্ষ টাকা নগদ প্রদান করেন । বিবাহের কিছুদিন পর অভিযােগকারীর পুত্র চাকুরি উপলক্ষ্যে আরব আমিরাতে গমন করেন। গত ১৩ অক্টোবর দুপুরে পুত্র চাকুরী উপলক্ষে দেশের বাহিরে থাকাবস্থায় এবং পরিবার পাশ্ববর্তী মন্দিরে পূজা দিতে গেলে ঐশী বড়ুয়ার ঘরে একাকী ছিলেন। পরবর্তীতে ঐশী বড়ুয়ার তার শ্বশুর শাশুড়ী খোঁজ নিতে বাড়ির বাহির গেলে বাড়ির পাশেই পূর্ব থেকে ওৎ পেতে থাকা নিশান বড়ুয়াসহ অজ্ঞাতনামা তিনজন ঐশী বড়ুয়াকে জোরপূর্বক একটি সিএনজি অটোরিক্সায় তুলে অপহরণ করেন ।

যাওয়ার সময় নিশান বড়ুয়াসহ অন্যরা ঘরের আলমীরাতে রক্ষিত এক লক্ষ টাকা, দশ ভরি স্বর্ণালংকার ও ঘরে আলমিরায় রক্ষিত কাপড়চোপড় নিয়ে যায়।

একই দিন রাতে একটার দিকে ঐশি বড়ুয়ার পিতা জানান নিশান বড়ুয়া নামে এক ছেলের আমার মেয়ে ইশিতা বড়ুয়ার নিজের ইমাে নাম্বারে ম্যাসেজ দিয়ে জানান, ঐশী বড়ুয়া তার হেফাজতে আছে । এরপর থেকে ঐ ইমাে নাম্বারটি বন্ধ রয়েছে।

পরবর্তীতে নিশান বড়ুয়ার ইপিজেড থানার দক্ষিণ হালিশহরস্থ আতর আলী মহাজন পাড়ায় বাড়ীতে খবর নিয়ে জানতে পারেন ঐশী বড়ুয়াকে নিশান বড়ুয়া অপহরণকারী চক্রের সদস্যরা আটকে রেখেছে। নিশান বড়ুয়া নারী পাচারচক্রের সঙ্গে জড়িত বলে এলাকায় লােকজন জানায়। এ ঘটনায় গত ১৪ অক্টোবর রাউজান থানায় জিডি করেন তিনি।

মামলায় বাদীপক্ষের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, প্রবাসী ছেলে বউ অপহরণের অভিযোগে প্রবসীর বাবা আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলাকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট