
প্রেস বিজ্ঞপ্তি
সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে সংগঠনের ১৭ তম বর্ষপূর্তি এবং “প্রয়াস অ্যাওয়ার্ড” ২০২৫ প্রদান অনুষ্ঠান গত ৬ ডিসেম্বর শনিবার নগরের এম্ব্রোসিয়া রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। সংগঠনের সভাপতি কিবরিয়া হোসাইন বাপপীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। মুখ্য আলোচক ছিলেন আইডিয়াল স্কুল এন্ড কলেজের ট্রাস্টি বোর্ডের সদস্য প্রকৌশলী মোমিনুল হক। ডিজিটাল ব্যানার কেটে ১৭ তম বর্ষপূর্তি ও প্রয়াস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশসেরা রন্ধন শিল্পী সাভিনা ইকরাম সিরাজী। অতিথি ছিলেন সিনিয়র সিটিজেন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি লায়ন এ.এম. কামাল উদ্দিন চৌধুরী, বেলভিউ হাসপাতাল লি: এর ফাইনেন্স ডিরেক্টর বাবু জি কে লালা, সিইপিজেড এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এম জাকিরুল ইসলাম, রোটারী জেলার এরিয়া ডিরেক্টর রোটারিয়ান জাহেদা আক্তার মিতা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, স্বাগত বক্তব্য পাঠ করেন ১৭ তম বর্ষপূর্তির চেয়ারম্যান লায়ন হুমায়ুন কবির। ধন্যবাদ বক্তব্য করেন কো-চেয়ারম্যান ডা: এম.ওয়াই এফ পারভেজ। প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৫ এর নির্বাচিত অতিথিরা হলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের প্রাক্তন গভর্ণর ও সফল ব্যক্তিত লায়ন এস.এম. শামসুদ্দিন, বিশিষ্ট হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: মো: ইব্রাহীম চৌধুরী, দেশসেরা অনুপ্রেরণাকারী সফল নারী নূর আকতার জাহান, সেবা প্রতিষ্ঠান ম্যানর্টোস এর ম্যানেজিং পার্টনার ও সফল উদ্যোক্তা মানজুমা মজুমদার এবং রোটারী ক্লাব অফ গ্রেটার চট্টগ্রামের সভাপতি ও সমাজকর্মী রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার। মরনোত্তর সম্মাননা ২০২৫ প্রদান করা হয় শিক্ষানুরাগী ও সমাজসেবক মুনসেফ আলী এবং উৎসর্গ করা হয় রতœগর্ভা মা সম্মাননা প্রাপ্ত নুরজাহান বেগম ও মহীয়সী নারী ও মানবসেবার অগ্রদূত মরহুমা জিন্নাতুন নেছা’কে। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত এক মেয়ের বিয়ের জন্য আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। শুভেচ্ছা বক্তব্য দেন বর্ষপূর্তির ২০২৫ এর সদস্য সচিব সারিস্ত বিন্তে নূর, আজীবন সদস্য মো: আক্কাছ উদ্দীন, লিও জেলার প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন মো: কামরুল ইসলাম পারভেজ। সচিব প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক খাঁন আসিফ। প্রধান অতিথি বলেন দেশ নিবির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়। প্রয়াস মানুষের জন্য, প্রয়াস মানুষের কথা বলে এই শ্লোগানকে সামনে রেখে তারা আরো সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করবে বলে আমি আশা করি। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন প্রয়াস পরিবার। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজন কমিটির চেয়ারম্যান লায়ন হুমায়ূন কবির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
Leave a Reply