নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :
অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন, যথাযথ লাইসেন্স গ্রহণ ছাড়া ব্যবসা পরিচালনা এবং ক্ষতিকর উপাদান ব্যবহারের দায়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক মিষ্টির দোকানকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে শাকপুরা ইউনিয়নের রাইখালী খাল সংলগ্ন ফাতেমা সুইটসে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে দোকানটিতে পোড়া তেল, ক্ষতিকর রঙ মেশানো বিভিন্ন খাদ্যদ্রব্য এবং বাসী মিষ্টির শিরা পাওয়া যায়। পরে এগুলো ধ্বংস করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পরিবেশে মিষ্টি উৎপাদন করে বাজারজাত করছিল। এছাড়া যথাযথ লাইসেন্স ছাড়াই তারা ব্যবসা পরিচালনা করে আসছিল। এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইনে ফাতেমা সুইটসের সত্ত্বাধিকারী মোহাম্মদ কাইয়ুমকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এছাড়াও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি।
অভিযান পরিচালনায় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মানোয়ার বেগম , বোয়ালখালী থানা পুলিশের সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
Leave a Reply