আনোয়ার হোছাইন
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ আমতলী বাজার চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফলজ গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) বিকাল আনুমানিক ৪টার সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে করলিয়ামুরা ব্লক-৫ এর উপসহকারী কৃষি অফিসার মো. শহিদুল আলম চারটি শিক্ষা প্রতিষ্ঠান ও ৬০ জন শিক্ষার্থীর মাঝে মোট ২৬৫টি তাল, বেল, জাম ও কাঠালের চারা বিতরণ করেন।
এ সময় করলিয়ামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুইঅং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর করলিয়ামুরা আসদ আলী কারবারি পাড়া জামে মসজিদের জন্য আলাদাভাবে মোট ২৫টি তালের চারা প্রদান করা হয়।
চারাগাছ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, কৃষক ও তিনটি স্কুলের শিক্ষার্থীসহ প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতন করে তুলতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
উপসহকারী কৃষি অফিসার মো. শহিদুল আলম বলেন, “বর্তমান প্রজন্মকে পরিবেশ সচেতন করতে হলে স্কুল পর্যায়ে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরতে হবে। শুধু চারাগাছ বিতরণ করলেই হবে না, এসব গাছের যত্ন নিতে হবে। আমাদের লক্ষ্য, প্রতিটি পরিবারে অন্তত একটি হলেও ফলজ গাছ থাকুক। এতে খাদ্য, পরিবেশ ও অর্থনীতির উন্নয়ন ঘটবে।”
এ ধরনের কার্যক্রম নিয়মিত চলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Leave a Reply