1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘পটিয়া সচেতন নাগরিক ফোরাম’ আত্মপ্রকাশ ২০০০ কোটি টাকা দেনা রেখে ৯৩৭ কোটি টাকা মুনাফা! চাম্বল – বাংলা বাজার সড়ক সংস্কারের দাবিতে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত বোয়ালখালীতে দুই ফার্মেসিকে জরিমানা, পল্লী চিকিৎসকের মুচলেকা এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ সাদা পাথর কান্ডে বদলে গেল সিলেটের ডিসি, দায়িত্ব পেলেন বহুল আলোচিত সেই সারওয়ার আলম দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংযুক্ত আরব আমিরাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকতা সহজ নয়, চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবেঃ হাটহাজারীতে আলোচনায় বক্তারা

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ

  • সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪১ পঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ কার্যালয় থেকে ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত করণ করা হয় কাচালং নদীতে।

‎উক্ত জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির।

‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, সংবাদকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

‎বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সদস্য মোঃ মাহমুদুল হাসান সোহাগ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহ মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, মৎস্য চাষিদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ আব্দুল মান্নান। এছাড়া সফল মৎস্য চাষিদের পক্ষে বক্তব্য রাখেন বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সভাপতি মোঃ আব্দুল মাবুদ।

‎উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। নদী, হাওর-বাঁওড়, খাল-বিল আর উপকূলের মিষ্টি পানির মৎস্য সম্পদ আমাদের অর্থনীতি, সংস্কৃতি ও জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৬০ শতাংশ আসে মাছ থেকে। তাছাড়া মাছ আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান খাত।

‎বক্তারা আরো বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা, নদ-নদীর ভরাট, দূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশি মাছের প্রজাতিগুলো হুমকির মুখে পড়ছে। একসময় যে মাছগুলো সহজলভ্য ছিল, আজ অনেকগুলোকেই আমরা খুঁজে পাই না। এমন প্রেক্ষাপটে এবারের স্লোগান — “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” — সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভয়াশ্রম মানে শুধু মাছের প্রজনন ক্ষেত্র রক্ষা নয়, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ খাদ্য নিশ্চিত করা।

‎অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষি ৩জনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট