1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করলো সীতাকুণ্ড উপজেলা প্রশাসন চট্টগ্রামের দামপাড়ায় জুন মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আজ সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু মাষ্টারে মৃত্যু বার্ষিকী পালন করবে জাতীয় পার্টি বাঘাইছড়িতে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও জাতীয় ফল মেলা-২০২৫ অনুষ্ঠিত জায়াগা-জমি নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামে দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন সিএমপি’র স্থাপনা নির্মাণে জমি বরাদ্দ বিষয়ে সিডিএ’র সঙ্গে বৈঠক বিশ্ব ইতিহাস পরিক্রমা’ গ্রন্থ: আলোচনা ও মূল্যায়ন : এই বই সময়ের প্রয়োজনে ঐতিহাসিক দলিল। -ডা. মআআ মুক্তাদীর  আল্লামা ফখরুদ্দীন (রহ.) গবেষণা কেন্দ্র: এক মনীষার জীবন ও চিন্তাধারার জ্ঞানভিত্তিক গবেষনা কেন্দ্র -সোহেল মো. ফখরুদ-দীন উত্তরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদলসহ ছাত্রশিবিরের প্রবেশ নিষিদ্ধ

বাঘাইছড়িতে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও জাতীয় ফল মেলা-২০২৫ অনুষ্ঠিত

  • সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৪ পঠিত

আনোয়ার হোসেন , বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়িতে দিনব্যাপী “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” ও “জাতীয় ফল মেলা-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার (১৪ জুলাই ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন। “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ নাসিম হায়দার, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙামাটি অঞ্চল, রাঙামাটি পার্বত্য জেলা। সভাপতিত্ব করেন মো: মনিরুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙামাটি পার্বত্য জেলা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শিরীন আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাঘাইছড়ি উপজেলা। ফোকাল পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রিয়াজউদ্দীন, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প, রাঙামাটি অঞ্চল এবং বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ওয়াসিফ রহমান, উপজেলা কৃষি অফিসার, লংগদু উপজেলা। স্বাগত বক্তব্য প্রদান করেন মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার, বাঘাইছড়ি উপজেলা। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উমর আলী, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাঘাইছড়ি উপজেলা শাখা; কবীর আহমেদ, উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘাইছড়ি উপজেলা শাখা; জাবেদুল আলম, সাধারণ সম্পাদক, বিএনপি, বাঘাইছড়ি উপজেলা শাখা; নিজামউদ্দিন বাবু, সভাপতি, পৌর বিএনপি, বাঘাইছড়ি উপজেলা এবং রহমতুল্লাহ খাজা, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, বাঘাইছড়ি উপজেলা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), স্থানীয় গণমাধ্যমকর্মী, পার্টনার প্রকল্পভুক্ত (PFS) ও অর্ন্তভুক্ত নয় এমন (non-PFS) কৃষকবৃন্দ। বক্তারা বলেন, পার্টনার প্রকল্প একটি বিস্তৃত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ, যার লক্ষ্য বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে পুষ্টি, উদ্যোক্তা ও স্থিতিশীলতার সাথে রূপান্তর করা। এই প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি, পুষ্টিকর খাদ্য উৎপাদন, জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি ও ফসল ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা নারী ও পুরুষ উভয় কৃষকের জন্যই উন্মুক্ত। প্রশিক্ষণে সার ও কীটনাশকের সঠিক ব্যবহার, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কৌশল এবং টেকসই কৃষি চর্চার পদ্ধতি অন্তর্ভুক্ত রয়েছে। পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পর্যায়ে কর্মশালা, সেমিনার ও প্রচার কার্যক্রম চালানো হচ্ছে, যাতে জনগণ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারে। উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে প্রকল্পটি স্থানীয় জনগণের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, প্রশিক্ষণ দিয়ে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নে সহায়তা দিচ্ছে এবং কৃষিভিত্তিক উদ্যোগে উৎসাহ প্রদান করছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রকল্পটি জলবায়ু সহিষ্ণু ফসল উদ্ভাবন, ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস এবং বৃষ্টির পানি সংরক্ষণের মতো টেকসই পদ্ধতি গ্রহণে কৃষকদের সহায়তা করছে। গবেষণা ও উন্নয়নে, প্রকল্পটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে, যার মাধ্যমে উন্নত জাতের ফসল উদ্ভাবন, মাটির স্বাস্থ্য সংরক্ষণ এবং টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটানো হচ্ছে। কংগ্রেসের অংশ হিসেবে “কৃষিই সমৃদ্ধি” এবং “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই দুটি প্রতিপাদ্যকে সামনে রেখে মিলনায়তনের সামনে জাতীয় ফল মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়, যেখানে দেশীয়ভাবে উৎপাদিত উন্নত জাতের বিভিন্ন ফল ও সবজি প্রদর্শন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল—আম, কমলা, মাল্টা, কলা, কাঁঠাল, লেবু, পেয়ারা, জাম্বুরা, ড্রাগন ফল, আনারস, পেঁপে, কচুর লতি, চিচিঙ্গা, করোলা, লাউ, বরবটি এবং বেগুন ইত্যাদি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট