1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু সমাজকে সুন্দর ও নিরাপদ রাখার জন্য করণীয় কি? -শায়ের মুহাম্মদ আকতার উদদীন চট্টগ্রাম কারাগারে বন্দি কেএনএফ নেতা লালার মৃত্যু আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী। বিদেশে উচ্চশিক্ষার জন্য ডকুমেন্ট লিগালাইজেশন বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত-৩ গাভী নিয়ে গেছেন নেতা, বাছুর কোলে আদালতে নারী বাঘাইছড়িতে ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা।

বিদেশে উচ্চশিক্ষার জন্য ডকুমেন্ট লিগালাইজেশন

  • সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৮১ পঠিত

 

Live Q&A Regarding Studying Abroad
Question:
#DocumentsLegalization আমার নিচের একাডেমিক ডকুমেন্টগুলো আছে: ১। এসএসসি সার্টিফিকেট ও মার্কশিট (ঢাকা বোর্ড) ২। এইচএসসি সার্টিফিকেট ও মার্কশিট (ঢাকা বোর্ড) ৩। বিবিএ সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট (ঢাকা বিশ্ববিদ্যালয়) ৪। এমবিএ সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট (ঢাকা বিশ্ববিদ্যালয়) ৫। আইইএলটিএস সার্টিফিকেট এই ডকুমেন্টগুলোর কোনগুলো অ্যাটেস্ট করতে হবে, এবং কোন কোন কর্তৃপক্ষের কাছ থেকে করতে হবে? সব ডকুমেন্ট কি শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়- এই দুটি থেকেই অ্যাটেস্ট করাতে হবে? নাকি এসএসসি ও এইচএসসি ডকুমেন্টগুলোর ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়- এই তিন জায়গা থেকেই অ্যাটেস্ট করাতে হবে? আর বিবিএ ও এমবিএ ডকুমেন্টগুলোর ক্ষেত্রে কি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাটেস্টেশন যথেষ্ট? এই ডকুমেন্টগুলো কি হাঙ্গেরিয়ান এম্বাসী থেকেও অ্যাটেস্টেড করাতে হয়? আর কেউ আমাকে বলতে পারবেন, জানুয়ারি/ফেব্রুয়ারি ইনটেকের আবেদন কখন থেকে শুরু হবে এবং আবেদনের শেষ সময় কবে? সবশেষে, অনেক দেশে এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিজকে গুরুত্ব দেওয়া হয়- হাঙ্গেরিতে কি এই ধরনের সার্টিফিকেটগুলো অ্যাপ্লিকেশনে কোনো ভ্যালু অ্যাড করে? অগ্রীম ধন্যবাদ।

Answer:
আপনার প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। প্রতিটির উত্তর নিচে পর্যায়ক্রমে দেওয়া হলো:
১. কোন ডকুমেন্ট অ্যাটেস্ট করতে হবে এবং কোথা থেকে?
এসএসসি ও এইচএসসি সার্টিফিকেট/মার্কশিট (ঢাকা বোর্ড):
• ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রথমে ভেরিফিকেশন (বোর্ডে আবেদন করে)
• তারপর শিক্ষা মন্ত্রণালয় (Secondary & Higher Education Division) থেকে অ্যাটেস্টেশন
• শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় (MOFA) থেকে অ্যাটেস্টেশন
বিবিএ ও এমবিএ সার্টিফিকেট/ট্রান্সক্রিপ্ট (ঢাকা বিশ্ববিদ্যালয়):
• ঢাকা বিশ্ববিদ্যালয় (Registrar Office) থেকে প্রাথমিক ভেরিফিকেশন বা True Copy
• এরপর শিক্ষা মন্ত্রণালয় (University Grants Commission বা UGC-এর রেফারেন্সে) হতে পারে, তবে এখন অনেক ক্ষেত্রেই সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে নেওয়া যায়
• তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় (MOFA)
IELTS সার্টিফিকেট:
• সাধারণত IELTS সার্টিফিকেট অ্যাটেস্ট করার দরকার পড়ে না, কিন্তু কখনো কখনো দূতাবাস চাইলে British Council থেকে ভেরিফিকেশন নেওয়া যায়।
২. হাঙ্গেরিয়ান এম্বাসি থেকেও কি অ্যাটেস্ট লাগবে?
না, সাধারণত হাঙ্গেরিয়ান এম্বাসি থেকে অ্যাটেস্ট লাগে না।
তবে যদি আপনার কোনো ডকুমেন্টে সন্দেহ থাকে বা embassy verification চায়, তখন তারা “legalization” বা “authentication” চাইতে পারে, তখন দূতাবাস কিছু involvement রাখে।
যদি আপনি Stipendium Hungaricum স্কলারশিপে আবেদন করতে চান, তারা মূলত অ্যাপ্লিকেশন সময় “certified” কপিই চায় (Notarized বা University attested)। পরে অফার পেলে হয়ত কিছু ক্ষেত্রে original legalization চাইতে পারে।
৩. আবেদন কখন থেকে শুরু হয় (Jan/Feb intake)?
• Stipendium Hungaricum এর আবেদন সাধারণত প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর মাসে শুরু হয় এবং জানুয়ারি-মধ্য ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়।
• Regular self-funded admission (non-scholarship) এর আবেদন বিভিন্ন ইউনিভার্সিটিতে আগস্ট-সেপ্টেম্বর থেকে শুরু হয় এবং অনেক সময় ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত চলে।
তবে নির্ভর করে আপনি কোন প্রোগ্রামের জন্য এবং কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন।
৪. Extra-Curricular Activities (ECA) এর গুরুত্ব:
হ্যাঁ, Hungarian universities তে ECA certificates অনেক ক্ষেত্রেই value add করে। বিশেষ করে যখন:
• আপনি Motivation Letter বা Statement of Purpose (SOP)-এ ECA-এর অভিজ্ঞতা তুলে ধরেন
• আপনি social work, leadership, competitions, volunteering, music, debate ইত্যাদির সাথে যুক্ত থাকেন
Stipendium Hungaricum স্কলারশিপের ক্ষেত্রে এগুলো selection committee-কে ভালো প্রভাব ফেলতে পারে।

Sayed Nadimul Ahasan
Immigration Consultant
& Founder of Prospective Bangladeshi Students Planning to Study Abroad (PBSPTSA)

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট