1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি তাঁদের জন্য -আবদুল মামুন (ফারুকী) পটিয়া থানার চাঞ্চল্যকর শিউলি হত্যা মামলায় পলাতক আসামী গ্রেফতার চট্টগ্রামে বিশ্ব গণমাধ্যম দিবসের বিশেষ আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত আওয়ামীলীগ থেকে সরে আসা ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেনঃ রিজভী নিজ পিতাকে হত্যা করে ৯৯৯ কল দেন ঘাতক মেয়ে পারস্পরিক সম্মতিতে যুবককে চাবুক মারা সেই দুই নারী রিমান্ডে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান: খড়ের গাদা থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার একটি গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে- সাঈদ আল নোমান। নামিদামি ব্র্যান্ডের মোড়কে ভেজাল আইসক্রিম, ফাঁস করল ভ্রাম্যমাণ আদালত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে বাঘাইছড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাউজানে আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারে কঠিন চীবর দান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন ।

  • সময় শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ পঠিত

রতন বড়ুয়া, চট্টগ্রাম:

চট্টগ্রামের রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারে বৌদ্ধদের অন্যতম ধৰ্মীয় উৎসব শুভ দানোত্তম কঠিন চীবর দান ১৬ নভেম্বর বৃহস্পতিবার যথযোগ্য ভাবগাম্ভিয্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

সারাদিন ব্যাপি অনুষ্ঠান এর মধ্যে সকাল বেলা বিশ্ব শান্তি কামনায় ত্রিপিটক থেকে সূত্রপার্ট, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাতরাশ গ্রহন ও বিদর্শন বিহারের প্রয়াত দায়ক দায়িকা ও উপাসক উপাসিকাদের পারলৌকিক সদগতি কামনায় অষ্টপরিষ্কার সহ সংঘদান।

আবুরখীল বিদর্শন বিহারের অধ্যক্ষ ভদন্ত সংধানন্দ মহাথের এর সঞ্চালনায় ভদন্ত সোবিতানন্দ মহাথের এর সভাপতিত্বে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রচার প্রকাশনা সম্পাদক ভদন্ত ধর্মপ্রিয় মহাথের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক ভদন্ত অরুনানন্দ মহাথের, আবুরখীল অজন্তা বিহারের অধ্যক্ষ ভদন্ত পরমানন্দ মহাথের, আধারমানিক মানিক বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমন বংশ মহাথের ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাক্তার প্রবেশ কুমার বড়ুয়া, শিক্ষক হিতেষ কুমার বড়ুয়া, সাংবাদিক রতন বড়ুয়া।
পঞ্চশীল প্রার্থনা করেন আবুরখীল বিদর্শন বিহারের উপাসক সুগত প্রসাদ বড়ুয়া।

দুপুর দুই ঘটিকায় শুরু হয় মূল অনুষ্ঠান ধর্মসভা ও কঠিন চীবর দান। এতে সভাপতির আসন গ্রহন করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়ক সদ্ধর্মরশ্মী রতনশ্রী মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান দানশীল ব্যাক্তিত্ব লায়ন আদর্শ কুমার বড়ুয়া।

এই পুন্যময় অনুষ্ঠানে প্রধান ধর্মদেশকের আসন গ্রহন করেন চাঁন্দগাও আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত আর্যশ্রী থের ।

বিশেষ জ্ঞাতী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব ভদন্ত সোবিতা নন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক ভদস্ত অরুনানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক পরমানন্দ মহাথের।

সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, মাদার্শা সার্বজনীন বিহারের অধ্যক্ষ সুপল বংশ থের, আবুরখীল মনোকামনা পূর্ণ বিশ্বশান্তি বুদ্ধ ধাতু জাদীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত উকট্টা পঞঞা থের।
ডাক্তার প্রবেশ কুমার বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধনী ভাষন প্রদান করেন বিদর্শন বিহারের অধ্যক্ষ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার আইন বিষয়ক সম্পাদক তদন্ত সংঘানন্দ মহাথের।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী প্রদীপ কুমার বড়ুয়া,বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, সমাজ সেবক অসিম বড়ুয়া মুকুল, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সাবেক সভাপতি পুষ্পেন বড়ুয়া কাজল, ডাক্তার দিবাকর বড়ুয়া, ব্যাংকার উদয়ন বড়ুয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক অলকেশ বড়ুয়া তপ, বিহার পরিচালনা কমিটির যুগ্মসাধারন সম্পাদক স্বদেশ বড়ুয়া খুলু, সাংবাদিক রতন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির সভাপতি সঞ্চিতা তালুকদার ।

আবুরখীল তালুকদারপাড়া শান্তিময় বিহার পরিচালনা কমিটির সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়া পঞশীল প্রার্থনা করেন।

অনুষ্ঠানে আবুরখীলের কৃতি সন্তান সম্প্রতি পিএইচডি ডিগ্রীপ্রাপ্ত পটিয়া সরকারী কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. রুপেন বড়ুয়া বাবলাকে ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। সন্ধ্যায় ফানুষ উত্তোলন এবং সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরো পন্ডিত প্রবর ভিক্ষু সংঘ, ধর্মপ্রান উপাসক উপাসিকা ও ধর্মপ্রান নরনারী বৃন্দ এই পুন্যময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট