রোটারি ক্লাব গ্রেটার চিটাগাং এর নতুন বছরের সূচনায় ব্যতিক্রমী উদ্যোগ
ইমামের হাতে ওমরাহর চেক প্রদান করছে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং
সেবাই রোটারির ধর্ম – এই নীতিকে সামনে রেখে নতুন রোটারি বছরের সূচনা করলো রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং। গত রোববার চট্টগ্রাম ক্লাবে আয়োজিত নতুন বর্ষের প্রথম সভায় ক্লাবের পক্ষ থেকে মসজিদের এক ইমামকে ওমরাহ হজে পাঠানোর জন্য ১ লাখ ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। ক্লাবের নবনির্বাচিত সভাপতি সৈয়দা কামরুন নাহার সুমির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, রোটারি কেবল একটি সংগঠন নয়, এটি এক আন্তর্জাতিক মানবিক আন্দোলন। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সহযোগিতা করাই এর মূল লক্ষ্য। সভা সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারি সৈয়দা সেলিনা সরোয়ার। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সচিব রোটা: রেজাউল করিম চৌধুরী, পিপি এমদাদুল আজিজ চৌধুরী, পিপি আজিজুল গনি চৌধুরী, পিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, সদ্য সাবেক সভাপতি এস এম জমির উদ্দিন, পিপি সালমা রহমান মনি, পিপি নুরুল আলম কিরন, প্রফেসর ফাতেমা জেবুন্নেছা, ক্যাপ্টেন আতাউর রহমান, পিপি আমানুল্লাহ বাহার চৌধুরী, সাবিনা কাইয়ুম, তাহিয়া কবির, ডা. আয়েশা আফরিন, তৌহিদুল আলম, মনসুর মিয়া, মফিজুর রহমান, জাহাঙ্গীর বাদশা, হাসানুজ্জামান শান্টু, সাজ্জাদ হোসেন, জামাল উদ্দিন ও প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন। বক্তারা বলেন, রোটারি ক্লাব গ্রেটার চিটাগাং সমাজসেবামূলক নানা কাজে ইতোমধ্যেই প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এবারও নতুন বছরের শুরুতেই একজন ধর্মপ্রাণ ব্যক্তিকে ওমরাহ হজে পাঠিয়ে যে মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে, তা অনুকরণীয়। সভাপতি কামরুন নাহার বলেন, “এই বছরের প্রতিটি কর্মকান্ডে মানবতার ছোঁয়া থাকবে। সবার সহযোগিতা থাকলে আরও অনেক কল্যাণমূলক কাজ বাস্তবায়ন সম্ভব।” সভা শেষে সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply