লায়ন্স ক্লাব অব চিটাগাং শতাব্দীর দায়িত্ব হস্তান্তর, গ্রহণ ও ক্লাবের জন্মবার্ষিকী অনুষ্ঠান লায়ন আরমান উজ্জামান এর সঞ্চালনায় চট্টগ্রামের অভিজাত রেস্টুরেন্ট গোল্ডেন স্পুন এর বন্ধন হলে অনুষ্ঠিত হয়। ২৮ জুলাই সোমবার দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন ইমিডিয়েট ক্লাব পাস্ট প্রেসিডেন্ট লায়ন মুনিরুজ্জামান পাভেল। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত ক্লাস প্রেসিডেন্ট লায়ন এইচ এম ওসমান সরওয়ার। এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্ণর, লায়ন মোসলেহ উদ্দিন আহম্মেদ অপু পিএম.জে.এফ। বিশেষ অতিথি ছিলেন ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক গভর্ণর, লায়ন কহিনুর কামাল এম.জে.এফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বকর সিদ্দিকী পি.এম.জে.এফ,ক্যাবিনেট সেক্রেটারি লায়ন মোঃ আবু মোরশেদ, ক্যাবিনেট ট্রেজারার লায়ন গাজী মোঃ সহিদ উল্লাহ এম.জে.এফ,জিএসটি ডিস্ট্রিক কো-অর্ডিনেটর লায়ন গাজী মোরশেদুল হক চৌধুরী। এলসিআইএফ ডিস্ট্রিক কো-অর্ডিনেটর লায়ন এ.কে.এম. নবিউল হক সুমন,জিইটি ডিস্ট্রিক কো-অর্ডিনেটর লায়ন আনিসুল হক চৌধুরী ও ক্লাব অ্যাডভাইজর ও জোন চেয়ারপার্সন ক্লাবস লায়ন সাইফুল আলম পাটওয়ারী, সাংবাদিক আবু মোশাররফ রাসেল ও মনিরুল ইসলাম মুন্না। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,পাস্ট প্রেসিডেন্ট লায়ন ওমর ফারুক সাগর, লায়ন আজিজুর রহমান, সাহাব উদ্দিন, বর্তমান সেক্রেটারি আবদুল আউয়াল সরকার, আরিফুল হক চৌধুরী, লায়ন জেসমাইন সোলতানা নীলা, ক্লাব ট্রেজারার মোস্তাফিজুর রহমান ভুইঁয়া, রফিকুল ইসলাম রাসেল ও তাশরীফ লিনেট প্রমূখ। বক্তারা, লায়নিজমকে বুকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে এগিয়ে এসে একটি উন্নত সমাজ গঠনে সহায়তা করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে জেলা গভর্নর সবাইকে নিয়ে কেক কেটে ৯ম জন্মবার্ষিকী উদযাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply