1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল পটিয়ায় ১ হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেবে গাজী কে.ডি ফাউন্ডেশন বাঘাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন-এর পরিবেশ সুরক্ষা স্কুল টিমের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত মহা সড়কে পটিয়া পৌরসভার ময়লার স্তূপ সরাতে সচেতন নাগরিক ফোরামের নাকধরা মানববন্ধন কর্মসূচি বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন, প্রাণে রক্ষা পেল শতশত যাত্রী  লংগদু উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান পানিতে ডুবে ৭ম শ্রেণীর ছাত্রের মৃত্যু কক্সবাজার যাওয়ার পথে সড়কেই ঝরলো বাবা-মেয়ের প্রাণ বাংলাদেশের চৌষট্টি জেলার রন্ধন রেসিপি -৩ যৌথ রন্ধন রেসিপি গ্রন্থের “সেরা রন্ধন রেসিপি লেখিকা ২০২৫” হলেন যারা

লিও ক্লাব অব চিটাগাং ইউনাইটেড স্টারস এর ২০২৫-২০২৬ইং সেবাবর্ষের কমিটি গঠিত।

  • সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৮২ পঠিত

লিও নুরুল মোস্তফা রাহাত’কে সভাপতি ও লিও আফজল হোসাইন’কে সেক্রেটারি মনোনীত করে লিও ক্লাব অব চিটাগাং ইউনাইটেড স্টারস এর ২০২৫-২০২৬ইং সেবাবর্ষের কমিটি গঠিত।

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইউনাইটেড স্টারস ও লিও ক্লাব অব চিটাগাং ইউনাইটেড স্টারস এর বিগত ১২ই এপ্রিল ২০২৪ইং তারিখের যৌথসভায় ২০২৫-২০২৬ইং সেবাবর্ষে লিও নুরুল মোস্তফা রাহাত’কে সভাপতি, লিও রাহুল দাশ’কে ক্লাব ডিরেক্টর ও ক্লাব মেম্বারশিপ চেয়ারপার্সন, লিও সাজ্জাদ হোসাইন’কে সদ্য প্রাক্তন সভাপতি, লিও অনিন্দ্য দে দ্বীপ’কে ভাইস-প্রেসিডেন্ট, লিও আফজল হোসাইন’কে ক্লাব সেক্রেটারি, লিও নাইমুল হক’কে ক্লাব ট্রেজারার মনোনীত করেন ক্লাব এডভাইজর লায়ন মহিউদ্দীন চৌধরী। সেবাবর্ষ ২০২৫-২০২৬ইং শুরুর দিন ১লা জুলাই ২০২৫ইং তারিখ রাত ৮ঘটিকার সময় ক্লাব এডভাইজর লায়ন মহিউদ্দিন চৌধুরী ও ক্লাব প্রেসিডেন্ট লিও নুরুল মোস্তফা রাহাতের যৌথ স্বাক্ষরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয় এতে লায়ন মোঃ নুরুল আলম, লায়ন মোঃ ইকবাল হোসেন নয়ন’কে ক্লাব কো-এডভাইজর, লায়ন স্বপ্না আক্তার’কে লিও-লায়ন কো-অর্ডিনেটর, লিও নুরে আরেফিন রাহুল, লিও তাহসিন ফারিয়া রুখশার ভাইস প্রেসিডেন্ট, লিও আরিফ উদ্দীন চীফ প্রেসিডেন্ট এডভাইজর, লিও তিথি দে শ্রুতি, লিও নিলু আক্তার, লিও নাজমুল কবির প্রেসিডেন্ট এডভাইজর, লিও জয় বিশ্বাস, লিও গোলামুর রহমান, লিও ফারিয়া বিনতে নাজিম জইন্ট সেক্রেটারি, লিও সাঈদ হাসান, লিও দিগন্ত বড়ুয়া জইন্ট ট্রেজারার, মাশরাফ বিন তালেব টেইল টুইস্টার, নিলয় বড়ুয়া জইন্ট টেইল টুইস্টার, লিও সিফাতুল করিম তাইনু টেমার, লিও আদিল ফয়সাল জইন্ট টেমার, লিও নওশীন কবির স্টিটার কো-অর্ডিনেটর, লিও সেলিনা আক্তার, লিও বৈশাখী চৌধুরী মৃত্তিকা জইন্ট স্টিটার কো-অর্ডিনেটর, লিও অর্চক সিকদার ব্র্যান্ডিং চেয়ারপার্সন, লিও মোঃ মকিদুল ইসলাম ফাহিম মেম্বার ডেভেলপমেন্ট চেয়ারপার্সন, লিও মোঃ আরাফাত উদ্দিন স্পোর্টস চেয়ারপার্সন, এছাড়াও এক্সিকিউটিভ মেম্বার হিসাবে রয়েছে, লিও নাছরিন সুলতানা, লিও মাশরুহা ভুঁইয়া, মোঃ আরিফ হোসেন নুর, প্রতীক খাস্তগীর, কাজী মোহাম্মদ ইফতেখার উদ্দিন, জনি মজুমদার, লিও নুরুল আফসার, লিও এ এইচ আলী আকবর, লিও মোঃ ইয়াছিন নয়ন, লিও আমরিন সুলতানা, লিও পুতুল কানুনগো, লিও মনি দাশ, লিও আরিয়ান বারি সাজিদ, লিও ইমন ধর, লিও তৈয়বা আক্তার মিম, লিও মাইশা চৌধুরী জারা, লিও খালেদুর রহমান ইমন, লিও সাখ্যাইচিং মারমা, লিও সেলিম উল্লাহ, লিও মোঃ শাখাওয়াত হোসেন, লিও মোঃ সাদিকুর রহমান, লিও সুজয় দাশ। কার্যকারী কমিটি অনুমোদন শেষে ক্লাব এডভাইজর লায়ন মহিউদ্দিন চৌধুরী সকল কেবিনেট মেম্বারদের উদ্দেশ্য বলেন আমাদের লায়ন্স জেলা ৩১৫ বি৪, বাংলাদেশের মাননীয় জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু পিএমজেএফ স্যার যে ডাক দিয়েছেন “একতাতে সমৃদ্ধি” সেই লক্ষ্যে সকল লিওদের মানবতার সেবাই কাজ করে যাবার আহবান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট