1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করলো সীতাকুণ্ড উপজেলা প্রশাসন চট্টগ্রামের দামপাড়ায় জুন মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আজ সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু মাষ্টারে মৃত্যু বার্ষিকী পালন করবে জাতীয় পার্টি বাঘাইছড়িতে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও জাতীয় ফল মেলা-২০২৫ অনুষ্ঠিত জায়াগা-জমি নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামে দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন সিএমপি’র স্থাপনা নির্মাণে জমি বরাদ্দ বিষয়ে সিডিএ’র সঙ্গে বৈঠক বিশ্ব ইতিহাস পরিক্রমা’ গ্রন্থ: আলোচনা ও মূল্যায়ন : এই বই সময়ের প্রয়োজনে ঐতিহাসিক দলিল। -ডা. মআআ মুক্তাদীর  আল্লামা ফখরুদ্দীন (রহ.) গবেষণা কেন্দ্র: এক মনীষার জীবন ও চিন্তাধারার জ্ঞানভিত্তিক গবেষনা কেন্দ্র -সোহেল মো. ফখরুদ-দীন উত্তরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদলসহ ছাত্রশিবিরের প্রবেশ নিষিদ্ধ

লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ২০২৫-২৬ সেবা বর্ষের কমিটি গঠিত

  • সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৫৩ পঠিত

লিও ওমর হায়দার প্রেসিডেন্ট লিও আমির হামজা সেক্রেটারী লিও প্রান্তিকা দাশ গুপ্তা ট্রেজারার নির্বাচিত
লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ২০২৫-২০২৬ লিও সেবা বর্ষের কমিটি গঠিত।

আর্ন্তজাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালের অন্যতম শ্রেষ্ঠ জেলা লায়ন্স জেলা ৩১৫ বি ৪ বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির স্পন্সরকৃত লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের আওতাধীন অন্যতম শ্রেষ্ট যুব সংগঠন লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ২০২৫-২০২৬ লিও সেবা বর্ষের কমিটি গঠিত হয়েছে । এতে লিও ওমর হায়দার প্রেসিডেন্ট লিও আমির হামজা সেক্রেটারী ও লিও প্রান্তিকা দাশ গুপ্তা ট্রেজারার নির্বাচিত করা হয় । লিও ক্লাব এডভাইজর হিসেবে মনোনিত হয়েছেন লায়ন নুরুল আরশাদ চৌধুরী । লিও শামীম খান ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ,লিও মিনহাজ উদ্দিন মাহমুদ ফাস্ট ভাইস প্রেসিডেন্ট,লিও ফাহমিদা ইয়াসমিন ইতু ২য় ভাইস প্রেসিডেন্ট, লিও মোহাম্মদ আল ফয়সাল ৩য় ভাইস প্রেসিডেন্ট, লিও চয়ন বড়ুয়া জয়েন্ট সেক্রেটারী( এডমিনিস্ট্রেশন),লিও রিয়া মনি দাশ সেক্রেটারী( প্রজেক্ট), লিও মোহাম্মদ ফয়েজুল ইসলাম সেক্রেটারী( কোঅর্ডিনেশন), লিও আশফারিয়া বক্কর জয়েন্ট ট্রেজারার (এডমিনিস্ট্রেটর),লিও নাজমুল হুদা সাকিব জয়েন্ট ট্রেজারার ( প্রজেক্ট), লিও মমি ভট্টাচার্য্য সিস্টার কোঅর্ডিনেটর, লিও নুসরাত জাহান পায়েল জয়েন্ট সিস্টার কোঅর্ডিনেটর,লিও উম্মে হাবিবা জয়েন্ট সিস্টার কোঅর্ডিনেটর, লিও রুদ্র ঋষি টেমার, লিও ইসতিয়াক রিয়াজ জয়েন্ট টেমার, লিও জুয়েল পাঠান টেইল টুইস্টার, লিও নুসরাতুল জান্নাত জেরিন খান জয়েন্ট টেইল টুইস্টার হিসেবে নির্বাচিত হয়েছেন । এছাড়াও লিও রুম্পা বিশ্বাস প্রজেক্ট কোঅর্ডিনেটর, লিও কাজল আক্তার ব্লাড ও ডায়াবেটিস কোঅর্ডিনেটর, লিও সানজিদা কামাল পায়েল জয়েন্ট ব্লাড ও ডায়াবেটিস কোঅর্ডিনেটর, লিও মোহাম্মদ মাসুদ প্রেস ও মিডিয়া কোঅর্ডিনেটর ,লিও মেহেদী হাসান রিপোর্টিং কো অর্ডিনেটর, লিও ইমাম হাসান সাকিল সার্ভিস কোঅর্ডিনেটর, লিও সাকিব জিসান রণিক আইটি ও ব্র্যান্ডিং কোঅর্ডিনেটর, লিও মুস্তাকিম আযম চৌধুরী স্পোর্টস কোঅর্ডিনেটর, লিও মোহাম্মদ তৌসিফ রেজা জয়েন্ট স্পোর্টস কোঅর্ডিনেটর, লিও হৈমন্তী দে কালচারাল কোঅর্ডিনেটর, লিও শামীম হোসাইন জয়েন্ট কালচারাল কোঅর্ডিনেটর, লিও সালমা মেহেরিন মনি জয়েন্ট কালচারাল কোঅর্ডিনেটর, লিও ফারহানা খান যুথী ডিবেট কোঅর্ডিনেটর, লিও তাহসিন ইউশা জয়েন্ট ডিবেট কোঅর্ডিনেটর হিসেবে মনোনিত হয়েছেন । মেম্বারশীপ চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন লিও সৌমেন বড়ুয়া, ক্লাব পরিচালক হিসেবে দায়িত্ব পারন করবেন লিও এডভোকেট জয়নাল আবেদীন, প্রাক্তন প্রেসিডেন্ট দেও পক্ষ থেকে সমন্বয় করবেন লায়ন জাহেদুল ইসলাম সাকিব ও লায়ন আরসেল আজিম মোহন ।
চট্টগ্রামের প্রবর্তক মোড়স্থ এসেপিরয়া হেলথ ক্লিনিকে লিও ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটির মাসিক সাধারণ সভা এবং ২০২৫-২৬সেবা বর্ষের নতুন কমিটি ঘোষণা কার্যক্রম ১৬মে,২০২৫ শৃক্রবার আয়োজন করা হয় লিও আল ফয়সালের সঞ্চালনায় লিও শামীম খানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটির এডভাইজার লায়ন নুরুল আরশাদ চৌধুরী,লায়ন্স ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটির গাইডিং লায়ন ডাঃ আবদুল্লাহ আল হারুন,প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আলী, লায়ন মঞ্জুরুল আহসান চৌধুরী,প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন আসিফ উদ্দিন ভুঁইয়া, প্রাক্তন সভাপতি লায়ন আব্দুল মতিন, লিও জেলা ৩১৫বি-৪ এর প্রাক্তন লিও জেলা সভাপতি ও লিও ক্লাব চেয়ারপারসন লায়ন এম. বদিউর রহমান, লিও ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটির প্রাক্তন সভাপতি লায়ন আবু হানিফ লিটন, প্রাক্তন সভাপতি লায়ন ইমতিয়াজ উদ্দিন ভুঁইয়া, প্রাক্তন সভাপতি লায়ন জাহেদুল আলম সাকিব, প্রাক্তন সভাপতি লিও আহমদ উল্যাহ পাপন, প্রাক্তন সভাপতি লিও সিরাজুল ইসলাম রিপন, প্রাক্তন সভাপতি লিও সৌমেন বড়ুয়া, প্রাক্তন সভাপতি ও লিও জেলার জয়েন্ট ট্রেজারার লিও অ্যাডভোকেট জয়নুল আবেদীন অন্যান্য লিও সদস্যবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট