1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীদাম চন্দ্রের স্মরণসভায় বক্তারা- “শিক্ষক শ্রীদাম চন্দ্র নাথ সমাজের অনুকরণীয় আদর্শ” পেকুয়ায় মসজিদের ইমাকে রাজকীয়ভাবে বিদায়ী সম্মাননা দিয়েছেন এলাকাবাসী পরিবেশ রক্ষায় কঠোর আইন প্রণয়নের দাবি চসিক মেয়রের আলাউদ্দিন আরাফাত’র চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে আমজনতার দলের নমিনেশন পেপার সংগ্রহ ঈদগাঁও প্রেসক্লাবের ২৬ তম বর্ষপূর্তি উদযাপন পানছড়িতে তিন ভারতীয় নাগরিক আটক গোপন চোরাপথে ঢুকে পালানোর চেষ্টা ব্যর্থ যৌথবাহিনীর অভিযানে ধরা চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তার উপর হামলায় দুজন গ্রেফতার সিমেন্ট ক্রসিংয়ে ‘ইউথ ইউনিটি রান”শফিউল আলমকে ঘিরে তরুণদের শক্তির জাগরণ আন্তর্জাতিক মানবাধিকার বাস্থবায়ন প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন চট্টগ্রাম এর আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালন সাংবাদিক রফিকুল ইসলামের মায়ের ইন্তেকাল

শ্রীদাম চন্দ্রের স্মরণসভায় বক্তারা- “শিক্ষক শ্রীদাম চন্দ্র নাথ সমাজের অনুকরণীয় আদর্শ”

  • সময় শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২০ পঠিত

অরুণ নাথ :

শ্রীদাম চন্দ্র নাথ ছিলেন সমাজের অনির্বান আলোকশিখা। বছরের পর বছর বিনামূল্যে শিক্ষকতা করে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি একাধারে শিক্ষক, সমাজহিতৈষী, সমাজসংস্কারক, কীর্তনীয়া ও সংগঠক। সমাজের অনুকরনীয় আদর্শ তিনি। তার আদর্শ ও গুণাবলী সকলের অনুসরণ করা উচিত।
গীতাঞ্জলি মাতৃ সম্মিলনী (গীমাস) ও কলাউজান নাথপাড়া ছাত্র- যুব পরিষদ এর যৌথ আয়োজনে ১২ ডিসেম্বর শুক্রবার চট্টগ্রাম বাগীশিক কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত প্রয়াত শ্রীদাম চন্দ্র নাথের সপ্তদশ স্মরণসভায় বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেন। গীমাস সভাপতি শিক্ষক অর্চনা ভঞ্জের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরামের সভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী শিবু প্রসাদ দত্ত। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট গবেষক ও ধর্মতত্ত্ববিদ সুদর্শন চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোদা নগেন্দ্র নন্দী মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সুভাষ চন্দ্র ধর, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট (চট্টগ্রাম) এর সহকারী পরিচালক রিংকু কুমার শর্মা, বেঙ্গুরা কে. বি. কে. আর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক কান্তি সেন, বাগীশিক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক লায়ন কৈলাস বিহারী সেন, বোয়ালখালী ভোলানাথ শিব ও দক্ষিণেশ্বরী কালী মন্দিরের সাধারণ সম্পাদক সবুজ চক্রবর্তী, গীমাস সাবেক সভাপতি সুচিত্রা ধর, নারীসংগঠক-শিল্পী শুক্লা আচার্য, হিউম্যান প্রায়োরিটি ফাউন্ডেশনের সাবেক সভাপতি সুমন চৌধুরী, চট্টগ্রাম জেলা লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের সাংগঠনিক সম্পাদক কমল চক্রবর্তী অলক ও নারীসংগঠক অর্চনা ঘোষ। শুরুতে গীতাপাঠ করেন গীতাধ্বনী’র শিক্ষার্থী আরাধ্যা দে, প্রয়াতের জীবনীপাঠ করেন চট্টগ্রাম কলেজ শিক্ষার্থী নন্দিনী বিশ্বাস ও কবি শম্ভু দাশ রচিত কবিতা পাঠ করেন আবৃত্তিশিল্পী সান্ত্বনা দাশ। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং দেশসেরা নতুনকুঁড়ি বিজয়ী শিল্পী তুস্মি দাশকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। এতে সদ্য ‘প্রফেসর’ পদে পদোন্নতিপ্রাপ্ত গুণী শিক্ষাবিদ হিসেবে অর্থনীতিবিদ প্রফেসর হুমায়ুন কবির ও প্রফেসর জুবায়েরুল ইসলাম মেহেরী এর নাম ঘোষণা করা হয়। সভার সার্বিক সহযোগিতায় ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শুভাশীষ শর্মা, মহানগর সংসদের সভাপতি প্রকৌ. সঞ্জয় চক্রবর্তী মানিক ও সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধর, চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি প্রকৌশলী শুভাশীষ চৌধুরী ও সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধরী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদে সভাপতি পুলক চৌধুরী ও শিক্ষক সুজন মজুমদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কনিকা চৌধুরী, শর্মিলা দে, বাপ্পা দাশ, টিটু মল্লিক, অন্তর কুমার নাথ, অসীম কুমার নাথ, চুমকী চৌধুরী, জয়া চৌধুরী, অথৈ দত্ত ও দেবী পরমাবিদ্যা সুকৃতি। সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রয়াতের জ্যেষ্ঠপুত্র বাগীশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক কলেজ প্রভাষক পলাশ কান্তি নাথ রণী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট