আন্তর্জাতিক ডেস্কঃ
লন্ডনের বারকিং এন্ড ডেগেনহামের মেয়র কর্তৃক সমাজ গঠনে অবদান রাখার জন্য মেয়র মঈন কাদরী সম্মাননা পেলেন মীরা বড়ুয়া। তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং দক্ষ সংগঠক হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা পেলেন।
মীরা বড়ুয়া বেশ কয়েকটি সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। তার মধ্যে প্রেসিডেন্ট হিসেবে চেতনায় বাংলাদেশ, ইন্টারন্যাশনাল রিলেশনালসিপ সেক্রেটারি, গ্রেটার চিটাগং এসোসিয়েশন (জিসিএ), এডভাইজার হিসেবে গ্রেটার ঢাকা ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে, কালচারাল সেক্রেটারি হিসেবে ফটিকছড়ি কমিউনিটি ইউকে, এক্সোকেটিভ মেম্বার হিসেবে বাংলাদেশ প্রেসক্লাব ইউকে এর বর্তমানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
মীরা বড়ুয়া বাংলাদেশের চট্টগ্রামস্থ ফটিকছড়ি উপজেলার ছিলোনীয়া গ্রামের পিতা ডা. প্রবোধ চন্দ্র বড়ুয়া ও মাতা গৌরীশ্রী বড়ুয়ার সন্তান। তাঁদের সাত সন্তানের মধ্যে তৃতীয় সন্তান মীরা বড়ুয়া।
Leave a Reply