
মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ
চট্টগ্রাম নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের সিমেন্ট ক্রসিং আজ সকালে পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়। স্থানীয় তরুণদের আয়োজনে অনুষ্ঠিত “Youth Unity Run with Shafiul Alam” শুধু একটি দৌড় আয়োজনই নয়—এটি যুবসমাজের সংগঠিত শক্তি, ঐক্য এবং সামাজিক দায়িত্ববোধের এক দৃঢ় বার্তা হয়ে ওঠে।
ভোর থেকেই দলে দলে তরুণদের উপস্থিতিতে এলাকা হয়ে ওঠে সরগরম। স্বাস্থ্যসচেতনতা, সামাজিক সম্প্রীতি ও ইতিবাচক পরিবর্তনের আকাঙ্ক্ষা—সব মিলিয়ে সিমেন্ট ক্রসিংয়ে তৈরি হয় এক উজ্জীবিত পরিবেশ। উপচে পড়া জনসমাগম স্পষ্ট করে দেয়—স্থানীয় যুবসমাজ শুধু কর্মপ্রবণই নয়, বরং ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুত শক্তিও তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–১১ আসনের প্রার্থী শফিউল আলম। যুবসমাজের এই উচ্ছ্বসিত অংশগ্রহণকে তিনি ভবিষ্যৎ উন্নয়নের ‘সবচেয়ে বড় শক্তি’ বলে উল্লেখ করেন। তিনি বলেন—
“যুবসমাজের ঐক্যই আমাদের অগ্রগতির প্রধান ভিত্তি। সবাই মিলে একসাথে কাজ করলে উন্নয়ন হবে পরিকল্পিত, দ্রুত ও টেকসই।”
স্থানীয় বিশ্লেষকদের মতে—নির্বাচনী সময়ে তরুণদের এই স্বতঃস্ফূর্ত মাঠে নামা রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তারা মনে করেন, উন্নয়ন কাজে তরুণদের সক্রিয় সম্পৃক্ততা এখন আর কৌশল নয়; বরং প্রতিটি সমাজ পরিবর্তনের অবশ্যম্ভাবী অঙ্গ।তাদের ভাষায়—“যে সমাজের তরুণেরা নিজেরাই মাঠে নামে, সে সমাজ কখনও পিছিয়ে থাকে না; বরং উন্নয়নের রূপরেখাকে আরও পরিষ্কার করে সামনে এগিয়ে যায়।”
দৌড় শেষে অংশগ্রহণকারীরা জানান—এ আয়োজন তাদের শুধু শারীরিক অনুশীলন নয়, দায়িত্বশীল নাগরিক ভূমিকা পালনের অঙ্গীকারও মনে করিয়ে দিয়েছে। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেন-
চলো_একসাথে_গড়ি_বাংলাদেশ।
Leave a Reply