সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে এসএসসি পরীক্ষায় ফলাফলে শতভাগ পাশসহ ২৫ জন জি পি এ – ৫ পেয়ে শীর্ষ স্থান অর্জন করেছে বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজ। সকাল ১১ টায় ঘোষিত ফলাফলে ৭ টি কলেজের মধ্যে প্রথম স্থান দখল রেখেছে। লেখা পড়া মান ধরে রাখতে সব সময় সচেষ্ট আছেন বলে জানান বাড়বকুণ্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম
তিনি বলেন, লেখা পড়ার মান ঠিক রাখায় মূল লক্ষ্য। আর লেখা পড়ার মান ঠিক থাকলে ফলাফল আসবে। তাই শুরু থেকে ফলাফল শীর্ষ স্থান দখলে রেখেছি। শুধু উপজেলায় নয়,জেলা পর্যায়ে গত বছর ৭ তম স্থান অর্জন করেছি। এবার ও আশা করছি আরও ভাল কিছু থাকবে।
Leave a Reply