
সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডে মাঈন উদ্দিন শাহ রাঃ মাজার জিয়ারতে মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেছে বিএনপি প্রার্থী লায়ন আসলাম চৌধুরী। সকাল ১১ টায় আকবর শাহ ও কাট্টলি ওয়ার্ড হতে প্রচারণা শুরু করেন ধানের শীষ প্রার্থী লায়ন আসলাম চৌধুরী। এ ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পথ-ঘাট। ভোটারদের সাথে করমর্দন ও কৌশল বিনিময়ে ভোট ভিক্ষায় দিন ভর ব্যস্ত সময় পার করেন। এ সময় পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে উৎফুল্ল হয়ে উঠে ভোটারা।
তারা বলেন, ধান বাঙালির জাতীয় খাদ্য। তাই প্রতিকটি জনগণের আবেগের প্রতিক। আর যোগ্য প্রতিকের হাতে আবেগের ভালবাসার প্রতি শোভা পাচ্ছে। আগামী ১২ তারিখ বিপুল ভোট পেয়ে সংসদকে আলোকিত করবে ধানের শীষ কান্ডারী আসলাম চৌধুরী।
প্রচার-প্রচারণায় বিএনপি নেতা আসলাম চৌধুরী বলেন, দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে চাই। আর বিএনপি পারে মানুষের মুক্তির পথ দেখাতে। কোন প্রকার ষড়যন্ত্র ছাড়া ধানের নিরঙ্কুশ জয় লাভ করবে। হারিয়ে যাওয়ার ভয়ে অনেক প্রার্থী প্রপা কান্ড ছড়িয়ে ভোট আদায় করতে চাই। ভোট পেতে হলে সবার আগে ভোটারদের মন জয় করতে হবে। প্রপা কান্ড ছড়িয়ে ভোট পাওয়া যাই না।
দিন ভর শত শত নেতাকর্মী নিয়ে উপজেলার বিভিন্ন মাজার জিয়ারতে মাধ্যমে প্রচারণা চালিয়ে যান বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী।
অন্যদিকে, নানা কৌশলে অপর প্রার্থীরা ভোট ভিক্ষায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরপাক খান।
Leave a Reply