সীতাকুন্ড( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুন্ডে মাদামবিবির হাট অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিস দল দেরিতে হাজির হওয়ার অভিযোগ উঠেছে। কন্টেনার ডিভিশনগুলো যানজটের কবলে পড়ায় ফায়ার সার্ভিসের গাড়ি একঘন্টা দেরিতে ঘটনাস্থলে উপস্থিতির দাবি ক্ষতিগ্রস্ত পরিবার।
কামাল স্টিলের মালিক কুতুবউদ্দিন শিবলী বলেন, আগুন লাগার এক ঘন্টা অতিবাহিত হলেও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। আর এই এক ঘন্টায় সমস্ত মালামাল পুড়ে গেছে।
এদিকে, অগ্নিকান্ডের পর অতিদ্রুত ফায়ার স্টেশন স্থাপনের দাবি তুলেন স্থানীয় ব্যবসায়ী ও শিল্প মালিকরা। তারা বলেন, ভাটিয়ারী ইউনিয়ন একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন হওয়া সত্ত্বেও এখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নেই। শীপ ব্রেকিং ইয়ার্ড, হাট-বাজার, ব্যাংক, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ জনগুরুত্বপূর্ণ এই এলাকায় একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন অত্যন্ত জরুরী।
গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটের চেয়ারম্যানঘাটাস্থ (কামাল স্টিল মার্কেট) এ ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। আগুনে মার্কেটের দোকানে থাকা পুরাতন স্ক্র্যাপ জাহাজের মেরিন আইটেমের মালামালসহ প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৪৫ মিনিট পরে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে কুমিরা ও বায়েজিদ থেকে ভাটিয়ারী ইউনিয়ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দূরত্ব প্রায় ১৫। এ পরিস্থিতি রাস্তার যানজটে পড়ে ফায়ার সার্ভিস টিম যথা সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় আগুনে সব ছাই হয়ে যায়। সড়ক দূর্ঘটনাসহ অন্যান্য দুর্ঘটনা ও দুর্যোগের বিশেষ সহায়ক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভাটিয়ারী ইউনিয়নে স্থাপন অত্যন্ত জরুরী ও সময়ের দাবিতে পরিণত হয়েছে।
উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সুবিধাজনক যেকোন স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি স্টেশন স্থাপন করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি করেন।
এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডি এ ডি শাহ ইমরান বলেন, ভাটিয়ারী এলাকায় একটি স্টেশন স্থাপনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
Leave a Reply