
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ড গোল্ডকাপ ফুটবল খেলার টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় শিবপুর একাদশ ও সৈয়দ পুর লাল গোলাপ একাদশ প্রতিদ্বন্দ্বীতা করে। এক ঘন্টা অনুষ্ঠিত খেলায় ১-০ গোলে শিবপুর একাদশকে হারিয়ে সৈয়দ পুর লাল গোলাপ একাদশ জয় লাভ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে শিবপুর যুব সমাজ। পৌরসভার ৯ নং ওয়ার্ড শিবপুর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও উত্তর জেলা বিএনপি সদস্য কাউন্সিলর এ কে এম শামসুল আলম আজাদ, ১ নং সৈয়দপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাজী এনামুল বারী, সীতাকুন্ড পৌরসভা বিএনপি সাবেক আইন বিষয়ক সম্পাদক ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু , ১ নং সৈয়দপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও সহকারী মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ আইনুল কামাল, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলাউদ্দিন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, সীতাকুণ্ড পৌরসভা ছাত্রদলের সভাপতি মোঃ ইসমাইল হোসেন সিরাজী, সীতাকুণ্ড পৌরসভা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ফরহাদ হোসেন এফ এইচ রিফাত সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।
Leave a Reply