লিও ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের মাসিক সাধারণ সভা ১৮ জুলাই শুক্রবার সিএলএফ ভবণে অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্য সচিব লিও রোজিনা আক্তার প্রেমার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন লিও তুহিন অভি। সভায় উপস্থিত ছিলেন ক্লাব পরিচালক লিও মো: শহীদুল্লাহ সজীব, লিও মাঈনুল হাসান রিয়াদ।
এসময় ক্লাব পরিচালক লিও মো: শহীদুল্লাহ সজীব বলেন- লিও ক্লাব তারুণ্যের শক্তিকে একত্রিত করে সমাজের উন্নয়নে ভূমিকা রাখছে। তরুণ’রা অসহায় রোগীকে রক্ত দিচ্ছে। সবুজ বনায়নে বৃক্ষরোপণ করছে। সকলে একযোগে কাজ করলে কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব হবে।
এসময় আরো উপস্থিত ছিল ক্লাব ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে লিও আবদুল করিম, লিও সাবরিনা আকতার, জয়েন্ট সেক্রেটারি লিও কে.এস রাব্বি, ট্রেজারার লিও জাবেদ, জয়েন্ট ট্রেজারার লিও অভিজিৎ দে, লিও রাহিদুল সাকিব, লিও আরশী অনু, লিও ফারহান, লিও সমর দাশ, লিও ফয়সাল, লিও বিশ্বজিৎ, লিও মারুফ, লিও সৌরভ প্রমুখ
Leave a Reply