লিও ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের সাধারণ সভা চট্টগ্রাম নগরীর সিএলএফ ভবণে শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। ক্লাব সেক্রেটারি লিও রোজিনা আকতার প্রেমার সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন লিও তুহিন অভি। সভায় উপস্থিত ছিলেন লিও ক্লাব পরিচালক লিও মো: শহীদুল্লাহ সজীব ও লিও মো: মঈনুল হাছান রিয়াদ।
সভায় ক্লাবের কর্মপরিকল্পনা, স্কুলিং ও চার্টার নাইট অনুষ্ঠান নিয়ে আলোচনা করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন লিও রাব্বি, লিও জাবেদ হাছান তুষার, লিও অভিজিৎ, লিও আবদুল্লা বিন সাকিব, লিও আবেশ বড়ুয়া, লিও আহাম্মদ আল মারুফ, লিও আব্দুল্লাহ ফয়সাল, লিও সানজানা তাহের, লিও সৌরভ সিনহা, লিও ইমন, লিও আশরাফ, লিও শায়হান আহমেদ নহর, লিও মেহেদী হাসান প্রমুখ।
Leave a Reply