মোঃ শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ
স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম ও সফলতার স্বপ্নসিঁড়ি যৌথ উদ্যোগে আগামী ০৮ মার্চ ২০২৬ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে “স্বাধীনতা – সফলতার স্বপ্নসিঁড়ি পুরস্কার ২০২৬” অদ্য ১০ অক্টোবর ২০২৫ তারিখ শুক্রবার বিকাল ০৪:০০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নারীর ক্ষমতায়ন এবং সমাজে তাদের অবদানের বিভিন্ন পেশাগত ও সৃজনশীল ক্ষেত্রে সফল, সংগ্রামী ও অনুপ্রেরণাদায়ী নারীদেরকে এই পুরস্কারে ভূষিত করা হয়। স্বাধীনতা – সফলতার স্বপ্নসিঁড়ি পুরস্কার ২০২৬ নির্বাচিত হয়েছেন যাঁরা তাদের তালিকা নিম্নরুপ:
১. জেবুন্নেছা জামান চুমকি – নারী উদ্যোক্তা;
২. শরীফা সুলতানা – নারী উদ্যোক্তা;
৩. প্লাবনী ইয়াসমিন – নারী উদ্যোক্তা;
৪. শিরিন আকতার – নারী উদ্যোক্তা;
৫. রোমেনা আক্তার – নারী উদ্যোক্তা;
৬. ফারহানা খানম বুবলী – নারী উদ্যোক্তা;
৭. তানিয়া সুলতানা সাথী – নারী উদ্যোক্তা;
“স্বাধীনতা – সফলতার স্বপ্নসিঁড়ি পুরস্কার ২০২৬” প্রদানের জন্য উক্ত নারী উদ্যোক্তাদেরকে চূড়ান্ত নির্বাচন করা হয়। এই নির্বাচন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা উক্ত পুরস্কারের জন্য উপযুক্ত নারী উদ্যোক্তাদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।
উল্লেখ্য যে, এই সম্মাননার মূল লক্ষ্য ও উদ্দেশ্য, সমাজের নানা স্তরের আলোকিত নারীদের তুলে ধরা, যাতে ভবিষ্যতের প্রজন্ম তাদের অনুসরণ করে আরও সাহসী ও স্বপ্নবাজ হতে পারে।
Leave a Reply