1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ষড়যন্ত্র বন্ধের দাবিতে রাঙ্গামাটিতে পিসিসিপির লিফলেট বিতরণ সাজেক থেকে ফেরার পথে জীপ খাদে পরে পিংকি নামে এক শিক্ষার্থীর মৃত্যু স্বাধীন মডেল স্কুলে পরিবেশ সুরক্ষা স্কুল টিমের অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষের ছবক অনুষ্ঠান সম্পন্ন অপপ্রচারে ভীত নন সাংবাদিক জাকারিয়া: জিডি করে আইনি লড়াইয়ে প্রস্তুত বাঘাইছড়িতে পানি বন্দি ৩ শতাধিক পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। সহকারী জজ না হয়ে রাবির শিক্ষক হলেন লালমনিরহাটের ফাইকা তাহজীবা জিএম কাদেরসহ ১৮ জনকে আসামি করে ছাত্র অধিকার পরিষদের মামলা। সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় তেলের ট্যাংক বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ

স্বাধীন মডেল স্কুলে পরিবেশ সুরক্ষা স্কুল টিমের অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২ পঠিত

 

১৭ সেপ্টেম্বর বুধবার এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীন মডেল স্কুলে পরিবেশ সুরক্ষা স্কুল টিমের অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুল আলম প্রিন্স, বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফেরদৌস, মোঃ আলামিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান মোহাম্মদ আলী পরিবেশ সুরক্ষা স্কুল টিমের কার্যক্রমকে আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এই সময় মনি আক্তার ও মোঃ আপন হোসেন কে টিম লিডার করে ১৫ সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়।

এই সময় বক্তারা নতুন টিম কে অভিনন্দন জানিয়ে বলেন , ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলতে হবে, যাতে তারা নিজেদের পরিবার, সমাজ ও দেশকে পরিবেশবান্ধব করে তুলতে পারে। তারা পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক ব্যবহার, বনভূমি ধ্বংসসহ নানা সমস্যার দিক তুলে ধরে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে পরিবেশ রক্ষার শপথ পাঠ করা হয়, যেখানে বৃক্ষরোপণ, পানি ও বিদ্যুৎ অপচয় রোধ, প্লাস্টিক ব্যবহার কমানো, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার করা হয়।

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ সুরক্ষা স্কুল টিম গঠন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব নেতৃত্ব তৈরি হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম আরও দায়িত্বশীল হয়ে উঠবে।

অনুষ্ঠানের শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে তুলে নতুন টিমের অনুমোদন পত্র তুলে দেন এবং আগামী কার্যক্রমের পরিকল্পনা ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট