1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ মে ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন আঙ্গিকে নতুন ব্যবস্থাপনায় যাত্রা শুরু করলো সেন্ট্রাল সিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক। অদম্য রায়হান: মুখ দিয়ে লেখা রূপকথার এক বাস্তব গল্প ফারুক সভাপতি আলম সম্পাদক পটিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড এলডিপি’র কমিটি গঠন আবুল টোব্যাকো কোম্পানি’র লুট হওয়া ৩ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার’সহ ৫ জন গ্রেপ্তার। জাতীয় সরকার ও ১৪ দলের নিবন্ধন বাতিলের দাবিতে কেরানীগঞ্জে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ শহীদ এখলাছুর রহমানের ৬৯তম জন্মবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব অব চিটাগাং ড্রিম সিটির নতুন কমিটি গঠিত নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযান: ২ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেফতার ১৭ মে শিল্পকলায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে গোলটেবিল আলোচনা: সফল আয়োজনে আহ্বান মোহাম্মদ আলীর নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামে ট্রাফিকের দায়িত্ব পালন করছে ৭ বছরের শিশু ইন্না।

  • সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১০২ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

মা বাবার সাথে বায়না ধরে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে ৭ বছরের শিশু ইন্না।ট্রাফিক পুলিশের অবর্তমানে সড়কে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য ফ্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী ইন্নার এই প্রচেষ্টা।

বৃহস্পতিবার (৯ আগস্ট) সকালে শহরের জিইসি মোড়ের সামনে গিয়ে দেখা যায়, হাতে লাঠি নিয়ে রিকশা, মোটরসাইকেল ও ইজিবাইকক চালকদের সুশৃঙ্খলভাবে সড়কে চলাচলের আহ্বান করছেন ইন্না
। ইন্নার হাতে থাকা একটি দিকনির্দেশক লাঠি দিয়ে তিনি যানবাহনগুলোকে সারিবদ্ধ ভাবে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। সড়কের চলাচলরত যানবাহনগুলো তার নির্দেশ পালন করছেন। ইন্নার এমন উদ্যোগে খুশি হয়েছেন তার মা মুক্তা আক্তার সহ পথচারীরা।

ইন্নার মা মুক্তা আক্তার বলেন, আমার মেয়ে ইন্নার
উদ্যোগে আমি খুব খুশি হয়েছি। ছাত্র-ছাত্রীদের এমন উদ্যোগ বিভিন্ন টেলিভিশনের চ্যানেলে দেখে আমাকে গত দুইদিন ধরে বলতে লাগলো আম্মু আমিও ট্রাফিকের দায়িত্ব পালন করবো।

তখন আমি ওকে যখন নিতে আসছি তখন আমাকে বলে, আম্মু আমাকে কিছুক্ষণ ট্রাফিকের দায়িত্ব পালন করতে দাও, বাসায় গিয়ে রাতে বই পড়বো। ওর কথার পড়ে আর বাড়ি ফেরানোর চেষ্টা করিনি। আজ থেকে ও কাজ করছে, আমি দূর থেকে ওর সঙ্গে আছি। ইন্নার সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি আমি।

প্রথম শ্রেণির শিক্ষার্থী ইন্না বলে, এই জায়গায় সব সময় পুলিশ আঙ্কেলরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেন। কিন্তু কয়েকদিন পুলিশরা দায়িত্ব পালন করছেন না। তাই মাঝে মাঝেই বিশৃঙ্খলা হচ্ছে। এজন্য শৃঙ্খলা ফেরাতে আমি নিজে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। অটো ও রিকশা চালক আঙ্কেলরাও আমার কথা শুনছেন, খুবই ভাল লাগছে।

শিশু ইন্না তাবাচ্ছুম চট্টগ্রাম শহরের বাকলিয়া চাক্তাই এলাকার মনিরুল ইসলাম রিয়াদের মেয়ে সে বাকলিয়া কল্পলোক আবাসিক ফ্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

শিশু ইন্না তাবাচ্ছুম তানসিম চট্টগ্রাম শহরের বাকলিয়া কল্পলোক আবাসিক ফ্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

এদিকে মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম শহরের, কাজির দেউরি জামাল খান লালদীঘির পাড় ,বদ্দারহাট, কালামিয়া বাজার,চকবাজার, জিইসি, লালখান বাজার, আগ্রাবাদ,পতেঙ্গা, চট্টগ্রাম মেডিকেল কলেজ,পাঁচলাইশ মুরাদপুর বিভিন্ন সড়কে
সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা ট্রাফিকের দায়িত্ব পালন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট