আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে মো. মনছুর আহমেদ (২৬) নামের এক বাংলাদেশী যুবকের বাম পায়ের আঙ্গুল ও পাতা বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (১ মে) বেলা ১২ টার দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাইশফাড়ি তুইঙ্গাঝিরি বিওপি’র ৩৯ নং সীমান্ত পিলার সীমান্তসংলগ্ন মিয়ানমারের কাটা তারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত মো. মনছুর আহমেদ কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মোঃ সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, মনছুর সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করে বাশ কাটতে গিয়েছিলেন। ফেরার পথে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি কর্তৃক পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণে বাম পায়ের আঙ্গুল ও পাতা বিচ্ছিন্ন হয়ে যায় এবং গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত গিয়ে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার (২ মে) নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। যুবকটি অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে গিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”
এ ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। স্থানীয়দের অবৈধ পথে যাতায়াত না করার বিষয়ে সচেতন করা হচ্ছে।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নাইক্ষ্যংছড়ি সীমান্তে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি’র মাইন পুঁতে রাখার কারণে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানি ও অঙ্গহানির মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটছে।
Leave a Reply