1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎসব ও আনন্দের মধ্যদিয়ে পালিত হলো সিআরএ’র ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন বাঘাইছড়িতে আবারও বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর চার্টার এনিভার্সারি উদযাপন এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশনের পারিবারিক গাভী পালন প্রশিক্ষণ : আত্মনির্ভরতার নব দিগন্ত বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী: দক্ষিণ চট্টগ্রামের সংগ্রাম, শিক্ষা ও মানবিকতার এক উজ্জ্বল আলোকস্তম্ভ। -সোহেল ফখরুদ-দীন চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী পরিষদ এর অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন।  দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিক– রাজনীতিবিদদের মতবিনিময় চট্টগ্রাম–১১ নির্বাচনে ধানের শীষে ঐক্যের জোয়ার,তারেক রহমানের ৩১ দফাকে ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামোর ভিত্তি বলে মন্তব্য বোয়ালখালীতে এবি এজেন্ট ব্যাংকিং উদ্বোধন বাংলার রেনেসাঁর ৩৮ বছর পূর্তি উপলক্ষে গুণি সমাবেশ অনুষ্ঠিত।

বিসিবির নতুন সভাপতি হলেন প্রথম টেস্ট সেঞ্চুরি করা আমিনুল ইসলাম বুলবুল

  • সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৪৬ পঠিত

এম,আনিসুর রহমান

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় পরিচালক পদ পাওয়া ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে গতকাল। গত বছরের আগস্টে সরকারের পটপরিবর্তনের পর এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বিসিবির সভাপতি হয়েছিলেন তিনি। যে উপায়ে সভাপতি হয়েছিলেন, ১০ মাস পর একই সূত্রে তিনি সভাপতির পদও হারালেন। ফারুকের পরিবর্তে নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির ১৬ তম সভাপতি হলেন বুলবুল। আজ বিকেলে বোর্ড পরিচালকদের সভার পর এই সিদ্ধান্ত হয়। বুলবুলও এনএসসি কোটায় পরিচালক পদ পেয়েছেন। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরি এসেছিলও তাঁর ব্যাট থেকে। ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে ৩৮০ বলে ১৪৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন বুলবুল।
দীর্ঘদিন ধরে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করছেন বুলবুল। অনেক দিন ধরেই পরিবার নিয়ে থাকেন মেলবোর্নে। সম্প্রতি তিনি দেশে এসেছেন পারিবারিক প্রয়োজনে। সেই সফরই এখন বাংলাদেশ ক্রিকেটের পালাবদলের এক অধ্যায়ে। বুলবুল এখন দায়িত্ব পালন করছেন আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে। এ ছাড়া হাই পারফরম্যান্স ফ্রেমওয়ার্ক সাজানো, টুর্নামেন্ট ফ্রেমওয়ার্কসহ বিভিন্ন ট্রেনিং অ্যাডুকেশন কার্যক্রম পরিচালনা করেন। গত বছর অন্তর্বর্তী সরকার গঠনের পর পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। তাঁর পর ২১ আগস্ট ফারুক আহমেদ হয়েছিলেন বিসিবি সভাপতি। তাঁর প্রতি সরকারের চাপ ও পরিচালকদের প্রকাশ্য অনাস্থা দেখা দেয়। গতকাল রাতে ফারুকের পরিচালক পদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। এর মধ্য দিয়ে বিসিবির সভাপতি পদে ফারুকের থাকা শেষ হয়ে যায়। এর আগে তিনি বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বেও ছিলেন।
নতুন বিসিবি সভাপতি বুলবুল বাংলাদেশের হয়ে ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে খেলেছেন। টেস্টে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে করেছেন ৫৩০ রান। তিন ফিফটিতে ওয়ানডেতে ৭৯৪ রান করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট