1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভারি বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পুন: নির্মাণের জন্য আর্থিক সহায়তার চেক প্রদান করল প্রয়াস সীতাকুণ্ড যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান চট্টগ্রামের উন্নয়নে বিশ্বদৃষ্টি আনতে কানাডা সফর শেষে ফিরলেন মেয়র ডা. শাহাদাত চট্টগ্রামের উন্নয়নে বিশ্বদৃষ্টি আনতে কানাডা সফর শেষে ফিরলেন মেয়র ডা. শাহাদাত কবিতাঃ “জিহাদ বা যুদ্ধ” -মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব ) বোয়ালখালীতে ঝুঁকিপূর্ণ ‘মাইল্লের পুল’, আতঙ্কে পথচারী বোয়ালখালীতে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ শপথ অনুষ্ঠান বাকলিয়ায় ওয়াশরুম থেকে যুবকের মরদেহ উদ্ধার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এপেক্স ক্লাব অব পটিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠিত গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর

বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু

  • সময় বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪৮ পঠিত

সুমন চৌধুরী,
বান্দরবান সদর প্রতিনিধি

পরিকল্পিত বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণ্যাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস, এম, মনজুরুল হক।

সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষ্যে জেলা প্রশাসকের প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একইস্থানে গিয়ে শেষ হয়, পরে সেখানে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে এসময় উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃশহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃআব্দুল করিম,পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা মোঃতহিদুল ইসলাম ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপপরিচালক এম এম শাহ্ নেয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো.আসিফ রায়হান,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বন বিভাগের বিভিন্ন রেঞ্জের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, আমাদের আরো পরিকল্পিতভাবে বৃক্ষরোপন করতে হবে, আর তার সঠিক পরিচর্যা করতে হবে। আমাদের ভবিষ্যত প্রজন্মের সুরক্ষার জন্য বৃক্ষরোপনের বিকল্প কিছুই নেই। বক্তারা বলেন, যে কোন গাছ বড় হলে ও বয়স হলে অবশ্যই তাকে কর্তন করতে হবে,তবে শুন্যস্থানে আবার নতুনভাবে বৃক্ষ লাগাতে হবে। বর্ষার এসময় আরো অধিক বৃক্ষরোপনের ওপর জোর দিয়ে বক্তারা সুজলা সুফলা বাংলাদেশকে আরো সমৃদ্ধ করতে সকলকে বৃক্ষরোপনে মনোনিবেশ করার আহবান জানান।
আয়োজকেরা জানান, ২৪জুলাই থেকে ৩০জুলাই প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯ টাপর্যন্ত সপ্তাহব্যাপী এই বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা চলবে, আর এবারের মেলায় ফলজ, বনজ ও ওষধিসহ বিভিন্ন রকমের চারা নিয়ে প্রায় অর্ধশতাধিক স্টল মেলায় অংশ নিচ্ছে হাজরো পরিবেশ প্রমি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট