মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৭ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের জন্য কনসালটেন্ট ফার্ম হিসেবে চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান “প্রণয়ন” কে নিয়োগ দেয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল ০২/০৮/২০২৫ তারিখ চিটাগং ক্লাবে “প্রণয়ন” এর সাথে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষের এক চুক্তি স্বাক্ষরিত হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও প্রনয়ণের পক্ষে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আর্কিটেক্ট সোহেল মোহাম্মদ শাকুর স্ব স্ব পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী ও মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট ও হাসপাতাল প্ল্যান ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব আবদুল মান্নান রানা, ভাইস প্রেসিডেন্ট ডা. মো. পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী জনাব মো. জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী ডা. ফজল করিম বাবুল, কার্যনির্বাহী কমিটির ডোনার সদস্য জনাব মো. হারুন ইউসুফ, ইঞ্জি. মো. জাবেদ আবছার চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মো. ইউসুফ, ডা. এ টি এম রেজাউল করিম, চমাশিহা মেডিকেল কলেজ গভর্নিং বডির সদস্য ও চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মো. তমিজউদ্দিন মানিক, মেডিকেল কলেজের এডভাইজার প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়–য়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. জালাল উদ্দিন, প্রধান প্রকৌশলী অনুরুপ চৌধুরী, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে প্রনয়ণের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন আজ একটি ঐতিহাসিক মুহূর্ত। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ১৩ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের পর আমরা মেডিকেল কলেজের জন্য একটি আইকনিক একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি। চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান “প্রণয়ন” কে এই দায়িত্ব দেয়া হয়েছে। আমরা আশা করি “প্রণয়ন” পেশাদারিত্বের সাথে এই কাজ সম্পন্ন করবেন। “প্রণয়ন” এর প্রধান নির্বাহী কর্মকর্তা আর্কিটেক্ট সোহেল মোহাম্মদ শাকুর আমাদের সকলেরই অত্যন্ত আপনজন ও আস্থাভাজন। তার এবং তার প্রতিষ্ঠানের প্রতি আমাদের সেই আস্থা আছে। প্রণয়নের প্রধান নির্বাহী কর্মকর্তা আর্কিটেক্ট সোহেল মোহাম্মদ শাকুর তার প্রতিষ্ঠানকে মা ও শিশু হাসপাতালের একাডেমিক ভবন নির্মাণ কাজের কনসালটেন্ট হিসেবে দায়িত্ব দেয়ার জন্য এবং তাদের আস্থা রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
Leave a Reply