বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে এক ইমামের ওপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার তুলাতল শিশু পার্কের সামনে ইমাম মো. তায়েফ হোসেন (২২) হামলার শিকার হন। তিনি বর্তমানে আমির মোহাম্মদ সুবেধার বাড়ী জামে মসজিদের ইমামের দায়িত্ব পালন করছেন।
মাওলানা তায়েফ হোসেন জানান, স্থানীয় শওকত হোসেন (৩৮), আনোয়ার হোসেন (৪২), তার ছেলে আলিফ (১৯) ও আলী হোসেন (৪৫) কোনো কারণ ছাড়াই তার ওপর চড়াও হয়। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কিল-ঘুষি ও লাথি মেরে শারীরিকভাবে আঘাত করে। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে হামলার চেষ্টা চালালে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন বিবাদীরা বাদীকে প্রাণনাশের হুমকি দেয় এবং মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখায়।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply