1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে বিপিএল টি২০-২০২৬ উপলক্ষ্যে সিএমপি’র নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত বিএনপি নেতা আসলাম ও লেয়াকতসহ চট্টগ্রামে ১৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ সীতাকুণ্ডে নেতাকর্মীদের সাথে আসলাম চৌধুরীর শুভেচ্ছা বিনিময় “আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড টিম জামেয়া মহিলা কামিল মাদ্রাসা পরিদর্শন” সীতাকুন্ডে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র পরিদর্শন দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী অক্সফোর্ডে আন্তর্জাতিক সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা পেলেন বাংলাদেশের সন্তান ব্যারিস্টার মনোয়ার হোসেন ফটিকছড়ি দক্ষিণ ধর্ম পুরে বিশাল সুন্নী সমাবেশ ২২ ডিসেম্বর সফল করার আহবান আমে‌রিকা প্রবাসী বি‌শিষ্ট ব‌্যবসায়ী লায়ন শাহ নেওয়াজ সিআইপি অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননায় ভূ‌ষিত এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফলপ্রকাশ ২৫ ডিসেম্বর

জলবায়ু প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২১৯ পঠিত

 

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্প এশিয়ান গ্রীন বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী, বিশেষ আলোচক ছিলেন -দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম,খান জাহান আলী দারুসসুন্নত দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ আবু জাফর সালেহী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক মোঃ রাজু, মোঃ মেহেদী হাসান প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। ঘূর্ণিঝড়, বন্যা, অতিবৃষ্টি, খরা, ভূমিধসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও অর্থনীতির ওপর। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে শিক্ষার্থীদের এখন থেকেই পরিবেশ সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।

আলোচনায় বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের মূল কারণ হলো নির্বিচারে বনভূমি ধ্বংস, অতিরিক্ত কার্বন নিঃসরণ, শিল্পায়নের দূষণ ও পরিবেশবান্ধব জীবনযাত্রার অভাব। এই পরিস্থিতি মোকাবেলায় বৃক্ষরোপণ, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, প্লাস্টিকের ব্যবহার কমানো, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন ও পানি সংরক্ষণের মতো কার্যকর উদ্যোগ নিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, প্রতিটি শিক্ষার্থী যদি নিজ পরিবার, প্রতিষ্ঠান ও সমাজে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করে, তবে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই পৃথিবী গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করে এবং প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তারা অঙ্গীকার করে যে, নিজেদের দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলবে এবং অন্যদেরও সচেতন করবে।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীরা হলো দেশের ভবিষ্যৎ। তাদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করতে পারলে পুরো সমাজে পরিবর্তন আসবে। তাই নিয়মিত এমন সচেতনতামূলক আলোচনা ও কর্মসূচি আয়োজন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট