1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ জীবনযুদ্ধের ইতিকথা এপেক্স ক্লাব অব সাঙ্গুর উদ্যোগে দরিদ্র নারীকে সেলাই মেশিন বিতরণ চন্দনাইশে গার্ডিয়ান লাইফের স্বাস্থ্য বীমার চেক প্রদান পাঁচলাইশ আবাসিক এলাকায় মশক নিধনে চসিকের বিশেষ ক্রাশ প্রোগ্রাম ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন: চট্টগ্রামে ৯ ক্রেতা পেলেন উপহার চট্টগ্রামে বিপিএল টি২০-২০২৬ উপলক্ষ্যে সিএমপি’র নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত বিএনপি নেতা আসলাম ও লেয়াকতসহ চট্টগ্রামে ১৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ সীতাকুণ্ডে নেতাকর্মীদের সাথে আসলাম চৌধুরীর শুভেচ্ছা বিনিময় “আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড টিম জামেয়া মহিলা কামিল মাদ্রাসা পরিদর্শন” সীতাকুন্ডে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র পরিদর্শন

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন-এর পরিবেশ সুরক্ষা স্কুল টিমের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ পঠিত

 

১২ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ড খানজাহান আলী দারুসসুন্নত দাখিল মাদ্রাসায়- এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন-এর পরিবেশ বিষয়ক প্রকল্প এশিয়ান গ্রীন বাংলাদেশ এর উদ্যোগে চট্টগ্রামে পরিবেশ সুরক্ষা স্কুল টিমের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী প্রজন্মকে সুন্দর ও সুস্থ পরিবেশ উপহার দিতে হলে শিশু-কিশোরদের এখন থেকেই পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এজন্য স্কুলভিত্তিক উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী বলেন, “পরিবেশ সুরক্ষা এখন সময়ের দাবি। আমরা চাই স্কুলের শিক্ষার্থীরাই হোক সবুজ আন্দোলনের অগ্রভাগে। তাদের মাধ্যমে পরিবার ও সমাজকে সচেতন করার লক্ষ্যেই এই স্কুল টিম গঠন করা হয়েছে।”

সভাপতির বক্তব্যে এশিয়ান গ্রীন বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক উৎপল কুমার দাশ বলেন, “এই স্কুল টিমের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু নিজেদের পরিবেশবান্ধব করে তুলবে না, বরং স্কুল ও আশেপাশের এলাকাতেও ইতিবাচক পরিবর্তন আনবে।”

সভায় জানানো হয়, ভবিষ্যতে প্রতিটি স্কুলে পরিবেশ ক্লাব গঠন, বৃক্ষরোপণ কর্মসূচি, প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস, বর্জ্য পুনর্ব্যবহার, এবং পরিবেশবিষয়ক নিয়মিত সেমিনার আয়োজন করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্বে স্থানীয় সম্প্রদায়ের জন্য সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

উক্ত সভায় রহমান আদর্শ শিক্ষালয়, দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুল, স্বাধীন বাংলা মডেল স্কুল ও খানজাহান আলী দারুসসুন্নত দাখিল মাদ্রাসা সহ মোট ৪ টি পরিবেশ সুরক্ষা স্কুল টিমের অভিষেক অনুষ্ঠিত হয়।

এই সময় নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন – এই স্কুল টিমের মাধ‍্যমে আগামীতে পরিবেশ বান্ধব স্কুল ও সমাজ বিনির্মাণ হবে এটাই প্রত‍্যাশা করছি।

অনুষ্ঠানে দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের পরিচালক মোঃ সাব্বির ইসলাম হৃদয় সহ , শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট