রবিবার ( ২৮ সেপ্টেম্বর)২৫ খ্রিঃ
গাজীপুরের টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার ফাইটারসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অগ্নিকাণ্ডে জীবন রক্ষার মহৎ দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো সাহসী ফায়ার ফাইটারদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাঙ্গামাটি সদরের স্থানীয় বাসিন্দা বিভিন্ন পত্র পত্রিকার সংবাদকর্মী এম এস শ্রাবণ মাহমুদ বিটিএসএফ এর কেন্দ্রীয় সদস্য।
রবিবার বেশকিছু গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন “অগ্নিকাণ্ডে জীবন বাঁচানোর দায়িত্ব পালন করতে গিয়ে তিনজন সাহসী ফায়ার ফাইটার শহীদ হয়েছেন।
মহান আল্লাহ তাঁদের প্রতি রহম করুন, তাঁদের ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন। তাঁদের পরিবার, প্রিয়জন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ উত্তম ধৈর্য ধারণের তাৌফিক দিন।”
তিনি আরও বলেন, “জাতির এ সূর্য সন্তানদের রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদা প্রদান এবং তাঁদের প্রত্যেকের পরিবারের পাশে দাঁড়ানো ও উপযুক্ত সহযোগিতা করা সরকারের নৈতিক দায়িত্ব।”
এর আগে শনিবার রাতে টঙ্গীর মিলগেট এলাকার একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ চারজনের মৃত্যু হয়।
Leave a Reply