মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের বাকলিয়ার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে দেশি-বিদেশি জাল টাকা উদ্ধার করেছে র্যাব- ৭। এই সময় অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) নগরের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার নুরনগর হাউসিং সোসাইটির একটি বিল্ডিংয়ের ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া অভিযুক্তের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
জানা যায়, এই ভাড়া বাসায় বহুদিন যাবত নকল টাকা ছাপানোর কাজ করে আসছে অভিযুক্তরা। পরে আন্দরকিলার একটি প্রেস থেকে নকল টাকা ছাপানোর কার্যক্রম চালাচ্ছিল।
র্যাব-৭ জানিয়েছে,অভিযানের বিস্তারিত তথ্য ও জব্দকৃত টাকার পরিমাণ শিগগিরই এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।
Leave a Reply