
মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ
সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষ সাংবাদিকতার আদর্শকে ধারণ করে দেশের গণমাধ্যম অঙ্গনে যিনি দীর্ঘদিন ধরে অনন্য ভূমিকা রেখে চলেছেন, সেই সাংবাদিক নেতা মুহাম্মদ মনজুর হোসেনের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। জাতীয় সাংবাদিক সংস্থার নীতিনির্ধারক পরিষদের অন্যতম সদস্য ও বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (বিএনএস)-এর চেয়ারম্যান হিসেবে তাঁর অবদান স্মরণ করে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার নীতিনির্ধারক পরিষদের অন্যতম সদস্য এবং দেশের প্রথম শ্রেণির নিরপেক্ষ জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (বিএনএস)-এর চেয়ারম্যান সাংবাদিক নেতা মুহাম্মদ মনজুর হোসেনের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীতে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁর জন্মবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গনী, নীতিনির্ধারক পরিষদের সদস্য সচিব ও সংস্থার সহ-সভাপতি মো. আবুল বাসার মজুমদার, যুগ্ম মহাসচিব ও সাংবাদিক মিলনমেলা উদযাপন কমিটির সদস্য সচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, দপ্তর সচিব মো. রাব্বি মোল্লা, অর্থ সম্পাদক মো. সানভীর হোসেন, প্রচার সম্পাদক এম. হোসাইন আহমদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক নূরনবী সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলহাজ্ব আমির হোসেন, ধর্ম সম্পাদক হাজী মো. শহিদুল ইসলামসহ সংস্থার অর্ধশতাধিক সাংবাদিক নেতা ও সদস্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুহাম্মদ মনজুর হোসেন একজন আদর্শ সাংবাদিক পরিবারে জন্মগ্রহণকারী নেতৃত্বের প্রতীক। তিনি সারাদেশে দক্ষ ও নৈতিক সাংবাদিক তৈরির কারিগর, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেনের যোগ্য উত্তরসূরি।
বক্তারা আরও বলেন, সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার আদর্শকে ধারণ করে তিনি সাংবাদিকতার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকবান্ধব নেতৃত্ব, সংগঠন গঠনে দূরদর্শী ভূমিকা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়বদ্ধতা রক্ষায় তাঁর অবদান আজ সর্বমহলে প্রশংসিত।
অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন।
Leave a Reply