
বান্দরবান প্রতিনিধি
এপেক্স ক্লাব অব সাঙ্গুর উদ্যোগে এক দরিদ্র নারীর স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বান্দরবান সদর উপজেলার রেইসা সাত কমল পাড়ায় এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা–৩ এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান,সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক মো. নুরুল আমিন চৌধুরী আরমান। এছাড়া উপস্থিত ছিলেন ২০২৬ বর্ষের এপেক্স ক্লাব অব সাঙ্গুর সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন এবং বর্তমান সভাপতি বিরু লাল তনচঙ্গা।
এসময় বক্তারা বলেন, “দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের টেকসই জীবিকায় যুক্ত করাই এপেক্স বাংলাদেশের মূল লক্ষ্য। একটি সেলাই মেশিন একজন নারীকে আত্মনির্ভরশীল করে তুলতে পারে এবং পুরো পরিবারের জীবনে পরিবর্তন আনতে সক্ষম।”
বক্তারা আরও বলেন, “এপেক্স ক্লাব অব সাঙ্গু ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানমূলক সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।”
স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য এপেক্স ক্লাব অব সাঙ্গুকে ধন্যবাদ জানান এবং এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালু রাখার আহ্বান জানান।
Leave a Reply