1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৫ মে ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো চিন্ময়কে শিবির নেতা জাল টাকা সহ দুই নারী নিয়ে চট্টগ্রামে আটক ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিল শিক্ষার্থীরা বাইশারীতে সন্ত্রাসী হামলার ঘটনায় ৮ নিরীহ ব্যক্তির বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিজিট ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত। ওয়ার্ল্ডভিউ হজ্ব এজেন্সি ব্যবস্হাপনায় হজ্ব প্রশিক্ষন কর্মশালা ও হাজী পুনর্মিলনী -২০২৫ সম্পন্ন মানবতার সেবক ডা. মোঃ ইউছুপ আলী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, চট্টগ্রামের সাংবাদিকদের সাথে সাঈদ আল নোমান এর সা‌থে মত বি‌নিময় সভা। সিএমপির অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার। মদিনার পথে চট্টগ্রামের প্রথম হজ ফ্লাইট হজযাত্রীদের মাঝে ঔষধ বিতরণ করেন মেয়র ডা. শাহাদাত।

ন‌্যাশনাল এনভায়রন‌মেন্ট এন্ড হিউম‌্যান রাইটস ফাউ‌ন্ডেশন কর্তৃক শীতার্থ মানু‌ষের মা‌ঝে কম্বল বিতরণ সম্পন্ন।

  • সময় শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৩ পঠিত

আ‌মিনুল হক রিপন , চট্টগ্রামঃ

ন‌্যাশনাল এনভায়রন‌মেন্ট এন্ড হিউম‌্যান রাইটস ফাউ‌ন্ডেশন কর্তৃক শীতার্থ মানু‌ষের মা‌ঝে ২৪ , ২৫ , ২৬ ও ২৭ শে ডি‌সেম্বর সপ্তাহব‌্যা‌পি চট্টগ্রাম নগরীর ৮ টি ওয়া‌র্ডে ১০০০ কম্বল বিতরণ সম্পন্ন ক‌রে। ২৪ শে ডি‌সেম্বর ১২ নং ওয়া‌র্ড সরাই পাড়ায় চট্টগ্রাম জেলা ক‌মি‌টির যুগ্ন সাধারণ সম্পাদক মনছুরুল হক এর প‌রিচালনায় কম্বল বিতরণ শুরু হয়। ২৫ শে ডি‌সেম্বর সারা‌দিন ব‌্যা‌পি কার্যক্রম প‌রিচালনা করা হয়। সকাল টায় ১১ ফৌজদার হাট সলিমপুর জলিলস্টেশন লতিফনগর ০১ নং ওয়ার্ড , দুপুর ১ টায় ৯নং ওয়ার্ড আকবরশা ভান্ডা‌ড়ি পাড়ায় , বেলা ৩ টায় ২৬ নং ওয়ার্ড হা‌লিশহর বি ব্লক , ৪,৩০ শে ২৫ নং ওয়ার্ড কে/এল ব্লক সমাজ কল‌্যান সমি‌তি অ‌ফি‌সে, ১২ নং ওয়ার্ড বৌবাজার আমত‌ল, নগ‌রির ওয়াসার মো‌ড়ে ও চট্টগ্রা‌মের বি‌ভিন্ন সড়‌কে শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মাননীয় চেয়ারম্যান মো: আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন,সংগঠনের মহাসচিব মো: আব্দুল মান্নান, সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার সভাপতি লায়ন মো: ফারুক আহম্মদ, কেন্দ্রীয় কমিটির কারি ইব্রাহিম খলিল, জামাল উদ্দিন। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরউদ্দীন এর সঞ্চলনায় বক্তব্য রাখেন কম্বল বিতরন কমিটির আহবায়ক ও চট্টগ্রাম জেলা ক‌মি‌টির সহ-সভাপতি সাংবা‌দিক আমিনুল হক রিপন, সহ-সভাপতি ইনাম এলাহী, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ এর ব্যুরো প্রধান মাহবুবর রহমান শাহীন, সলিমপুর ১নং ওয়ার্ড মেম্বার আরফি হোসেন। ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। আখাউরা স‌মি‌তির সাধারন সম্পাদক আলমগীর হো‌সেন, কে/এল ব্লক সমাজ কল‌্যান স‌মি‌তির দপ্তর সম্পাদক সজীব মাহমুদ, জেলা ক‌মি‌টির সহ সভাপ‌তি মোঃ দেলায়ার হো‌সেন, ফাউ‌ন্ডেশ‌নের সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-দফতর হারুনুর রশীদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময়ের প্রতিনিধি সাংবা‌দিক মো: আলাউদ্দিন, জেলা ক‌মি‌টির অর্থ-সম্পাদক মোমিনুল হক খোকন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক ইব্রাহিম বাচ্চু, সমাজ কল্যান সম্পাদক রিনা আক্তার মারিয়া , সদস‌্য জাহা‌ঙ্গির আলম, ম‌নোয়ার হো‌সেন, শ‌ফিকুর রহমান, এসময় আরো উপস্থিত ছিলেন সহ-দফতর হারুনুর রশীদ, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রিয়াঙ্কা দত্ত, সদস্য তনু আকতার, আব্দুল করিম, সদস্য সোহেল আরমান সহ আ‌রো অ‌নে‌কে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট