শরীফ সিকদার মেমোরিয়াল ইনিশিয়েটিভস ফর লিবেরালাইজেশন এন্ড ইকুইটি (SMILE) এর প্রধান উপদেষ্টা এম জিল্লুল করিম শরীফির পক্ষ থেকে ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে বই ও বুকশেলফ প্রদান করা হয়। ছনুয়ার জ্ঞানপিপাসু তরুণদের কল্যাণে বেশ কিছুদিন ধরে এই পাবলিক লাইব্রেরি কাজ করে আসছে। SMILE ও তাদের এই মহতী উদ্যোগে শামিল হবার যাত্রা শুরু করেছে প্রাথমিকভাবে কিছু বই তুলে দিয়ে। ভবিষ্যতেও এই প্রচেষ্ঠা চলমান থাকবে।
ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এম জিল্লুল করিম শরীফি এর অভিভাবকত্বে SMILE কাজ করে যাবার প্রত্যয় রাখে।এসময় উপস্থিত ছিলেন পেকুয়া শহীদ জিয়া বি এম আই কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজীব মাহমুদ শরীফি,ছনুয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ জাহেদ ও ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত।
Leave a Reply