“আ’রাফাতের ময়দান”
– মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)
আদম (আঃ)-এঁর তাওবাহ্ কবুলের পবিত্র স্থান
আল্লাহ্ তায়ালার দান- আরাফাতের ময়দান।
জাবালে রহমতে দুনিয়ায়-মানব জাতির সূচনা
আদম হাওয়া মিলিত হয়ে সাথী পেলেন দুইজনা।
আ’রাফা মানে-নিজকে চিনা আত্মশশুদ্ধির স্থান
আত্মাকে পবিত্র করেন সেথায়-আল্লাহ্ মেহেরবান।
স্থাপিত হয়েছে তারই পাশে মাসজিদুল নামিরা
সালাত আদায় করেন সেথায় সারা বিশ্বের হাজীরা।
মুহাম্মদ (সাঃ) শ্রেষ্ঠ রাসূল- বিশ্বের সব লোক জানে
বিদায় হজ্জের ভাষণ দিলেন আ’রাফাতের ময়দানে।
জীবন গঠন করতে হবে কুরআন সূন্না’র আলোকে
সামর্থ্যবানগণ হজ্জ পালনে শান্তি পাবে পরলোকে।
ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হল আখেরি নবীর আমলে
কিয়ামত পযর্ন্ত মানুষ যাবে আ’রাফাতে ময়দানে।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
Leave a Reply