পলাশ সেন, মহানগর প্রতিনিধি:
বহুল আলোচিত শাল্লার শ্রী ঝুমন দাসের পক্ষে স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে আদালতে আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশের গুণী প্রবীণ আইনজীবী জেড. আই.
খান পান্না (জহিরুল ইসলাম খান পান্না)।
উল্লেখ্য, কিছুদিন আগে বাংলাদেশের মিডিয়ায় আলোড়ন সৃষ্টিকারী চিত্রনায়িকা পরীমনির পক্ষে আদালতে বিনা পারিশ্রমিকে লড়াই করে তার জামিন করিয়েছেন। বাংলাদেশে বহু আলোচিত মামলার আইনি লড়াই করেছেন , মিথ্যে মামলায় নিরপরাধ ব্যক্তির পক্ষে লড়াই করেছেন এবং তাদের কখনো জামিনে, কখনোবা মিথ্যা মামলা থেকে চিরতরে খালাস করে মুক্ত করেছেন।
বাংলাদেশের এই প্রথিতযশা আইনজীবী ৭৫ এর ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর, তৎকালীন সামরিক শাসকদের যোগসাজশে গ্রেপ্তার হয়েছিলেন, বিনা অপরাধে ২৭ মাস জেল খেটেছেন, রিমান্ডেও নেওয়া হয়েছিল তাঁকে। আর তাইতো কিছুদিন আগে তিনি সোজা সংবাদমাধ্যমে বলে ফেললেন, “স্বাধীন দেশে রিমান্ড চলতে পারেনা।
Leave a Reply