1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী’র সাথে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের স্বাক্ষত বিনিময় চট্টগ্রামে ভুয়া জন্ম নিবন্ধন দিয়ে ভোটার হওয়ার চেষ্টা, দুই রোহিঙ্গা সহ আটক ৩ ঋণ পরিশোধের দাবিতে এস আলমের বাসার সামনে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে বান্দরবান সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি হেবরন পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শীতার্ত পরিবারের মধ্যে কম্বল ও খাদ্য সামগ্রি বিতরণ। জাতীয় মানবাধিকার সোসাইটি-চট্টগ্রাম’র বিশ্ব মানবাধিকার দিবস পালন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন দুবাইয়ে সার্ক-এর ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে সাংবাদিক নেতারা শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ঋ-হেন্ডিক্রেফট ট্রেনিং সেন্টার এর ৩য় বর্ষ পূর্তি ও প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদ বিতরণ দেশ সেবায় প্রয়াস নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে; প্রয়াসের ১৬তম বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আজাদী সম্পাদক মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

ই-পাসপোর্ট থেকে স্বামী বা স্ত্রীর নাম বাদ পড়ল, আর কী কী সংশোধন এল

  • সময় রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১১৯ পঠিত

 

ই-পাসপোর্টের ব্যক্তিগত তথ্য ও জরুরি যোগাযোগসংক্রান্ত পাতায় (পারসোনাল ডেটা অ্যান্ড ইমার্জেন্সি কনটাক্ট) তিনটি সংশোধন এনেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। গত ৪ ফেব্রুয়ারি এ–সংক্রান্ত একটি অফিস আদেশ অধিদপ্তরের ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে মহাপরিচালকের পক্ষে অফিস আদেশটিতে স্বাক্ষর করেছেন পাসপোর্ট শাখার সহকারী পরিচালক মো. সাদ্দাম হোসেন। তিনি ৫ মার্চ প্রথম আলোকে বলেন, এই সংশোধনী ৬ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হয়েছে।দেখা নেওয়া যাক কী কী সংশোধনী এল—
১. স্বামী-স্ত্রীর নামই-পাসপোর্টে ব্যক্তিগত তথ্যের অংশটুকুতে পাসপোর্টধারীর নামের সঙ্গে উল্লেখ থাকে বাবার নাম, মায়ের নাম, স্বামী বা স্ত্রীর নাম (স্পাউসেস নেম) আর স্থায়ী ঠিকানা। এই অংশটিই সংশোধন করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি থেকে ‘স্পাউসেস নেম’ ঘরটি আর ই-পাসপোর্টে থাকছে না। বদলে সেখানে লেখা থাকবে ‘লিগ্যাল গার্ডিয়ান’। এটি প্রযোজ্য হবে শুধু দত্তক সন্তানের ক্ষেত্রে।তবে ‘লিগ্যাল গার্ডিয়ান নেম’ অন্তর্ভুক্তকরণের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে আইনত অভিভাবকের অনাপত্তি সনদ আর তাঁর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি প্রমাণপত্র হিসেবে পাসপোর্টের আবেদনের সময় জমা দিতে হবে।
২. বিস্তারিত ঠিকানাব্যক্তিগত তথ্য ও জরুরি যোগাযোগসংক্রান্ত অংশ দুটিতে ‘অ্যাড্রেস’ বা ঠিকানার ঘর আছে। সেখানে পাসপোর্টধারীর স্থায়ী ঠিকানা যেমন উল্লেখ করতে হয়, তেমন জরুরি যোগাযোগের জন্য ব্যক্তি যাঁকে মনোনীত করেন, তারও পূর্ণাঙ্গ ঠিকানা দরকার হয়। এত দিন প্রত্যেকের ঠিকানা দুই লাইনে ৪৮ শব্দের মধ্যে লিখতে হতো। এতে অনেকের পুরো ঠিকানা সেখানে সংকুলান করা যেত না। তাই এখন থেকে তিন লাইনে বা ৯৬ শব্দে ঠিকানা উল্লেখ থাকবে।
৩. কিউআর কোড থাকছে নাই-পাসপোর্টের প্রথম পাতায় জরুরি তথ্যের নিচে কিউআর কোড যুক্ত করা হয়েছিল। কিউআর কোডটি স্ক্যান করলে পাসপোর্টধারীর নাম ও যোগাযোগের নম্বর পাওয়া যেত। এখন থেকে ই-পাসপোর্টে আর কিউআর কোড থাকছে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট