বোরহান উদ্দিন সাকিবঃ
একতা বন্ধু মাহফিল কমিটির পক্ষ থেকে গতকাল ছিলো সহঅর্থসম্পাদক মরহুম রাসেল সিকদার এর স্বরনসভা ও দোয়া মাহফিল। এতে সংগঠন এর বিশেষ অবদান রাখায় উক্ত সংগঠন এর শুভাকাঙ্ক্ষী ফোর এইচ ফ্যাশন লিমিটেড স্টোর ম্যানেজার জনাব আসিফ হাসানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।এতে উপস্থিত ছিলেন একতা বন্ধু মাহফিল কমিটির সভাপতি মোঃ ইস্কান্দার, সিনিয়র সহ সভাপতি আলামিন, সাধারণ সম্পাদক কাশেম আহমেদ, সহ সভাপতি আবদুল্লা আল মামুন, সদস্য রেজাউল, মো এমরান, রিয়াজ, খোরশেদ, বেলাল, , হাসান,আকবর,লিটন,শাহরিয়া,জুয়েল,সবুজ, নাহিদ এবং আরো অনেক।এতে জনাব আসিফ হাসান বলেন এটি আমার জন্যে খুব সম্মানের ও আনন্দের ভবিষ্যতে একতা বন্ধু মাহফিল কমিটির সাথে থাকার জন্যে দৃঢ প্রত্যয় ব্যাক্ত করেন।
Leave a Reply