বৃহস্পতিবার ওমানের অন্যতম বানিজ্যিক এরিয়া জালান বুয়ালীতে উক্ত সুপার শপটি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে, এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাতকানিয়া খাগরিয়ার ওমান প্রবাসী কিং জালান গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মান্নান সিআইপি।এতে আরো উপস্থিত ওমানী কপিল নাজী বিন ছালেম আল আলই। কোম্পানির জেনারেল ম্যানেজার মনিরুজ্জামান নয়ন,লোকমান হোসেন রুকন, সুপার শপের পরিচালক আবদুর রহিম, মুহাম্মদ সফিকুল ইসলামসহ বুয়ালীর স্থানীয় ব্যাবসায়ী নেতৃবৃন্দ। জনাব মান্নান সিআইপি বলেন প্রবাসী বাংলাদেশীসহ ওমানী ওমানি ক্রেতাদের সুবিধার্থে তার ন্যায্য মূল্য সুপার শপটি যাত্রা শুরু করেন, তিনি আরো বলেন সকল বাংলাদেশী জালান বুয়ালীতে অবস্থানরত সকল প্রবাসীকে কেনাকাটার জন্য আহবান জানান।
Leave a Reply